জাতীয়
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র একটি বিশেষ আভিযানিক দল সাদা পোশাকে ঢাকা বসুন্ধরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গত ৩০ শে জানুয়ারি উক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতারের লক্ষ্যে সিএমপি কমিশনার মহোদয় অর্থ পুরস্কারের ঘোষণা করেছিলেন। গত বছরের ৫ ডিসেম্বরে নগরের অক্সিজেন মোড়ে ছোট সাজ্জাদকে ধরতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান পরিচালনা করলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় । এসময় গুলিতে পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হন।