বিনোদন

বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ চিত্রনায়িকাকিংবদন্তি ববিতা

সত্তরের দশকে টি রহমানের তোলা ছবিতে তৎকালীন বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ চিত্রনায়িকা কিংবদন্তি ববিতা ৷
চিত্রনায়িকা ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি, যিনি ববিতা নামে পরিচিত ৷ তিনি বাংলাদেশের একজন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক ৷ তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ৭০’র দশকের সেরা অভিনেত্রী ছিলেন । ১৯৫৩ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্ম তাঁর নেন ৷ পৈতৃক বাড়ি যশোর জেলায় ৷ তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে বড়বোন সুচন্দা ও ছোটবোন গুলশান আখতার চম্পাও বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ৷ এছাড়াও অভিনেতা রিয়াজ তাঁর চাচাত ভাই । কিংবদন্তি চলচ্চিত্রকার ও ঔপন্যাসিক জহির রায়হান তাঁর ভগ্নিপতি ।
ববিতার চলচ্চিত্র কর্মজীবনে আসার পেছনে বড়বোন সুচন্দার অনুপ্রেরণায় রয়েছে । বড়বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ খ্রিস্টাব্দে । এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন, যদিও ছবিটি মুক্তি পায়নি ৷ পরবর্তীতে জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম “ববিতা” হয়ে যায় । ১৯৬৯ খ্রিস্টাব্দে ‘শেষ পর্যন্ত’ চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে ।
তাঁর কর্মজীবনের শুরুতে ভগ্নিপতি জহির রায়হান’র পথ প্রদর্শনে চললেও পরে তিনি একাই পথ চলেছেন । ৭০’র দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন । ‘টাকা আনা পাই’ সিনেমাটা ছিল তার জন্য টার্নিং পয়েন্ট যা পরিচালনা করেছিলেন জহির রায়হান । এরপর তিনি নজরুল ইসলামের ‘স্বরলিপি’ সিনেমাতে অভিনয় করেন যা ছিল সুপারহিট সিনেমা ।
ববিতার চলচ্চিত্র কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়’র একই নামের একটি অসমাপ্ত উপন্যাস অবলম্বনে নির্মিত অস্কার জয়ী কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ (১৯৭৩)। এই চলচ্চিত্রে “অনঙ্গ বৌ” চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন এবং ব্যপক প্রশংসিত হন ৷ এই চলচ্চিত্রের মাধ্যমে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার তিনি লাভ করেন ৷ তাঁর চলচ্চিত্র জীবনে তিনি ৩৫০’র অধিক চলচ্চিত্রে অভিনয় করেন ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button