বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা প্রাশসক কার্যালয়ে তালিকাভুক্ত করণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম (গভঃ রেজিঃ নং ঢ-০৮২২৯) দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নীতিগত সহায়তা প্রদান করে আসছে। চট্টগ্রাম জেলার অসংখ্য কিন্ডারগার্টেন মালিক ও শিক্ষাপ্রতিষ্ঠান এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে।
উক্ত সংগঠনটি চট্টগ্রাম জেলা প্রশাসনের তালিকাভুক্ত নয়। তাই আমরা সংগঠনটির আনুষ্ঠানিক তালিকাভুক্তির জন্য আবেদন করেছি, যাতে আমরা সরকারি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষাখাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারি। আমাদের সংগঠনকে “বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন, চট্টগ্রাম” নামে চট্টগ্রাম জেলা প্রশাসকের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে আব্দুল্লাহ আল মামুন সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন, চট্টগ্রাম। সংযুক্তি কপি হিসেবে যুক্ত ছিল: (ক). সংগঠনের গঠনতন্ত্র কপি (খ). আবেদন কপি (গ).রেজিস্ট্রেশন (নিবন্ধন সনদপত্র) কপি।(ঘ).কার্যনির্বাহী কমিটির তালিকা কপি।
উক্ত মূল্যবান ডকুমেন্টসের সত্যায়িত কপি জমা দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ই-সেবা কেন্দ্র থেকে ডকুমেন্টস গ্রহণ করেন দায়িত্বরত রীতা।জমাদান শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা বিস্তারে আমরা বিশেষ ভুমিকা পালন করার সাথে সাথে সুবিধা বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ কাজ করছি। বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের দ্বিতীয় মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু কাজের উদ্যোগ নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন। জেলা প্রশাসকের সহযোগিতা পেলে আরও বেশি কাজ করতে পারবেন বলে আশাবাদী, এই অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম সভাপতি আব্দুল্লাহ আল মামুন।