সিলেট

তহিরুন নেছা চৌধুরী একাডেমির গুণীজন সম্মাননায় ভূষিত হলেন সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব মোঃ শহিদুল ইসলাম


ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তহিরুন নেছা চৌধুরী একাডেমির উদ্যোগে গত ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও মানবকল্যাণে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তহিরুন নেছা চৌধুরী একাডেমির সাবেক সভাপতি হোসেন মুরাদ চৌধুরী। তহিরুন নেছা চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম মহিলা সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রথম মহিলা সফল কূটনীতিক নাসিম ফেরদৌস চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল মুহিত চৌধুরী।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম, কুয়েত প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আসাব উদ্দিন, দি চিপ এক্সিকিউটিভ রিড কলেজ ইউক’র শিক্ষক মোসাদ্দেক আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার।

আরো উপস্থিত ছিলেন জামশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান, চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আব্দুল হাকিম, শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, বাগবাড়ি এসইডিইপি মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আহাদ চৌধুরী, বেলাল আহমদ চৌধুরী, বাবর আহমদ চৌধুরী, সাহেদ আহমদ চৌধুরী, কয়ছর আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম, অভিভাবকবৃন্দ, ছাত্র/ছাত্রী সহ প্রমুখ।

নাসিম ফেরদৌস বলেন, শিক্ষক-অভিভাবক, ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা গ্রহন করতে হবে, শিক্ষার কোনো বিকল্প নেই, জ্ঞানই হচ্ছে মানুষের শক্তি, তাই আমাদের শিশুদের সুশিক্ষা দান করতে হবে।

শহিদুল ইসলাম বলেন, আজ তহিরুন নেছা চৌধুরী একাডেমি যে সম্মান আমাকে দিয়েছে তা আমার আজীবন মনে থাকবে। আমি চেষ্টা করব আমার বাকী জীবন গরিব অসহায়, দুস্থ মানুষের কল্যানে কাজ করে যেতে এবং আমি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button