কেন অল্প বয়সেই ক্রিকেট কে বিদায় বলেছেন নাবিল আড়ালে লুকিয়ে আছে যে কারণ!

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া, অনলাইন ও ইউটিউবে আলোচিত এক নাম ক্রিকেটার প্রান্তিক নওরাজ নাবিল! দেশের ক্রিকেটের যারা খোঁজ-খবর রাখেন তাদের সকলেই নাবিল সম্পর্কে জানেন। অল্প বয়সেই ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি!
২০২০ সালের যুব বিশ্বকাপ বিজয়ী স্কোয়াডে ছিলেন প্রান্তিক নওরাজ নাবিল। অল্প বয়সেই তার অস্বাভাবিক বিদায়ে অনেকে অনেক কিছুর গন্ধ খুঁজেছেন, পেছনে লুকিয়ে থাকা কারণ খুঁজেছেন! তবে, সব কিছুতেই জল ঢেলে দিয়ে নাবিল জানিয়েছেন- মূলত শারীরিক জটিলতার কারণেই হঠাৎ ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সিঙ্গাপুরে গিয়ে নিজের শরীর চেকআপ করিয়েছেন প্রান্তিক নওরাজ নাবিল। সেখানেই একটা সমস্যা ধরা পড়ে। তা হলো ‘ডাস্ট অ্যালার্জি’। চিকিৎসকরা তাকে ধুলোবালিতে যেতে নিষেধ করেছেন। ধুলোবালিতে নিয়মিত যেতে থাকলে শরীরের জন্য ক্ষ*তিকর হতে পারে।
তাই এক প্রকার বাধ্য হয়েই ক্রিকেটকে বিদায় বলতে হয়েছে নাবিলের। কারণ, দেশের যে মাঠেই খেলুন না কেন, সব মাঠই ধুলোবালিতে পরিপূর্ণ! সুতরাং ফার্স্ট ক্লাস, ক্লাব ক্রিকেট এবং দেশের ক্রিকেটের অন্যান্য আসরে অংশগ্রহণ করতে হলে ধুলো নাক-মুখ দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করবে। এতে শরীরে আরও বড় সমস্যা দানা বাঁধতে পারে। তাই সবকিছু বিবেচনা করেই ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাবিল।
নাবিলের মতো শারীরিক জটিলতায় ঘোষণা না দিয়েও বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার সরে দাঁড়িয়েছেন। যাদের কেউ হয়তো গণমাধ্যমের মুখোমুখি হননি। ফলে তাদের কথা হয়তো অনেকের জানাও নেই। সুতরাং দেশের ক্রিকেটে এর আগে কেউ অল্প বয়সে ক্রিকেটকে বিদায় বলেননি এমনটা ভাবার অবকাশ নেই।
নাবিলের মতো শারীরিক কিংবা ধুলোবালির কারণে ক্রিকেটকে বিদায় বলতে হয়নি। তবে ইনজুরি, ফর্মহীনতা আর ভাগ্যের সন্ধানে অন্বেষণে গেলো ২০ বছরে প্রায় অর্ধ ডজন ক্রিকেটার কাউকে না বলেই নীরবেই বিদায় জানিয়েছেন ক্রিকেটের ২২ গজকে…