খেলাধুলা

জিয়া ক্রিকেট টুর্ণামেন্ট -২০২৪ চট্টগ্রাম নিয়ে সাংবাদিক সম্মেলন


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই চট্টগ্রামে সেক্টর-১ এর কমান্ডার হিসেবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করে দেশকে এনে দিয়েছে স্বাধীনতা। শুধু তাই নয়, ৭ নভেম্বর ছাত্র জনতা ও সিপাহী বিপ্লবের মাধ্যমে জাতি সেদিন নতুন আশার আলো দেখেছিলেন। দেশ গড়ে তোলার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে দায়িত্ব তুলে দেন জনগণ। তিনি অল্পদিনের মধ্যে দেশের পরিবর্তন করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, খাদ্যে দেমকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য খাল খনন, পোশাক শিল্পের সূচনা , বিদেশে শ্রমিক পাঠানোর মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স অর্জনসহ নানা উদ্যোগ নিয়েছিলেন। শুধু তাই নয় উপজেলায়, জেলায় মিনি স্টেডিয়াম তৈরি, বয়সভিত্তিক বিভিন্ন খেলা শুরু করেছিলেন। এর অংশ হিসেবে বিএনপি যখন ক্ষমতায় ছিলো ১৯৯১ সালে এবং ২০১১ সালে তখন একইভাবে ক্রীড়ার উন্নয়নে কাজ করেছিল। কিন্তু গত ১৭ বছরে ক্রীড়াজগতকে অনেকটা ক্ষক্ষিগত করে রাখা হয়েছিল।

সিজেকেএস এর বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানে সফলতা অর্জনে আপনাদের সুচিন্তিত মতামত ও লেখা অগ্রণী ও সহায়ক ভূমিকা পালন করেছে এই জন্য আপনাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, আপনাদের সার্বিক সহযোগিতা, পরামর্শ যেমন আমাদের কাজ করার গতি ও শক্তি যোগাবে ঠিক তেমনি, আপনাদের লেখার মাধ্যমে এই টুর্নামেন্টের ব্যাপক প্রচার ও সফলতা অর্জনে আমরা সক্ষম হবো। ভবিষ্যতে এ টুর্নামেন্ট অব্যাহত রাখার আশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার লিখিত বক্তব্য এখানে শেষ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button