সারাদেশ
ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ডাস্ট জোরপূর্বক আনলোড

মিরসরাই উপজেলার সোনাপাহাড়ে অবস্থিত বিএসআরএম কারখানায় ডাস্ট (স্ক্যাপ) সরবরাহ নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ডাস্ট জোরপূর্বক আনলোড করছেন একটি পক্ষ। এতে ধূলায় অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠে মহাসড়ক, যান এবং জন চলাচলে চরমভাবে বিঘ্ন ঘটছে। যেকোন সময় ভয়াবহ দু’র্ঘ’ট’না ঘটার আশংকা করা হচ্ছে।

বিএসআরএম কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, মক্কা এন্টারপ্রাইজ সোনাপাহাড় কারখানার ডাস্ট কেনার জন্য ডিও আনলে বুধবার সন্ধ্যায় কারখানা থেকে তা ছাড় দেওয়া হয়। নিয়ম অনুযায়ী কারখানা থেকে মাল বের করার পর ঠিকাদার নিজ দায়িত্বে তার গোডাউনে নিয়ে আনলোড করবেন। কিন্তু অন্য একটি মহল ডাস্টগুলো মহাসড়কে জোরপূর্বক ডাউনলোড করানো হয়।এতে করে সাধারণ জনগণ এবং গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে।