ফেনী’র ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপের জন্য সমবেত হওয়ায় ৮ জন গ্রেফতার

এসআই(নিঃ)/মোঃ রাফিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১০/০২/২০২৫ খ্রিঃ ২২.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানাধীন ০৮নং রাধানগর ইউপিস্থ উত্তর কুহুমা সাকিনের জনৈক ইউসুফের নতুন বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া অসামাজিক কার্যকলাপ করার জন্য সমবেত হওয়ায় ১। আব্দুল কাইয়ুম(৩২) পিতা- সিরাজুল ইসলাম, মাতা- সলিমা বেগম, সাং- শুভপুর, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী, ২। মোঃ মাহফুজুর রহমান নান্টু(৪৫) পিতা- মৃত মিজানুর রহমান, মাতা- ওয়াজ খাতুন, সাং- নিজ পানুয়া, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী, ৩। মোঃ আজমল হোসেন(২৮), পিতা- মৃত হাফেজ আহাম্মদ, মাতা- মাফিয়া খাতুন, সাং- ছত্তরুয়া, করেরহাট, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, ৪। আকাশ চন্দ্র দে(৩৫), পিতা- যতিন্দ্র চন্দ্র দে, মাতা- সীমা রানি দে, সাং- করেরহাট, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম,৫। মোঃ নুরুল আফছার(৩৮) পিতা- মৃত পারভেজ হোসেন, মাতা- শরীফা খাতুন, সাং-ছত্তরুয়া, করেরহাট, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, ৬। শিরিনা বেগম(৩৫), স্বামী- দেলোয়ার হোসেন, পিতা- মোঃ সিরাজুল ইসলাম, মাতা- নাছিমা বেগম, সাং- কবুতুর ছড়া, থানা- গুইমারা, জেলা- খাগড়াছড়ি, ৭। মোসাঃ তাহেরা বেগম(৪০), স্বামী- এরশাদ হোসেন, পিতা- মোঃ গোলাম মোস্তফা, মাতা- তাছলিমা বেগম, সাং- চাপাই পলসা, থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ, ৮। রহিমা আক্তার (৫০) , স্বামী- মৃত মোঃ ইউসুফ, মাতা- খায়েরের নেছা, সাং- উত্তর কুহুমা, থানা- ছাগলনাইয়া জেলা- ফেনীদের ধৃত করা হয়। তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।