সাইমনকে কেনো মিস করছেন তার নায়িকা সুস্মি?

গেলো ৭ ফেব্রুয়ারী মুক্তি পেয়েছে চিত্রনায়িকা সুস্মি রহমান অভিনীত চলচ্চিত্র ‘দায়মুক্তি’। ছবিটি মুক্তির পর গণমাধ্যমকর্মীদের কাছে এই নায়িকা জানান, তিনি তার নায়ক আমেরিকা প্রবাসী সাইমন সাদিককে খুব মিস করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে – কেনো সুস্মি আর নায়ককে মিস করছেন ?
এই বিষয়ে দায়মুক্তি’র নায়িকা কিন্তু দায়সারা কোনো বক্তব্য দেননি! সুস্মি বলেন, ছবিটির মুক্তির আগে আমরা প্রচারণা চালানোর চেষ্টা করেছি। কোনো ত্রুটি রাখিনি। দর্শককে বলার চেষ্টা করছি, একটা ভালো ছবি হয়েছে এটি, যেটার দারুণ একটা গল্প আছে। যে গল্পটা আমাদের দেশের প্রতিটা মানুষেরই গল্প। এই ছবিতে আমার নায়ক সাইমন ভাই। তিনি দেশে নেই, তাকে খুব মিস করছি। আমরা একসঙ্গে এই ছবিতে দীর্ঘদিন কাজ করেছিলাম। তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। সময়টাও দারুণ কেটেছিল আমাদের। সাইমন ভাই দেশে থাকলে ভালো হতো। আরও জমিয়ে প্রচারণা চালানো যেতো।