নোবিপ্রবিতে অপরাজিত চ্যাম্পিয়ন ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ এ ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি (ডিসিউ) অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সমগ্র বাংলাদেশ থেকে ২৮ টি বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ রাউন্ডের সবগুলোতেই বিজয়ী হয় ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি (ডিসিউ)। সকল বিতার্কিকের মধ্যে ৫ম শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন কে.এম. সাদমান রহমান সাবাব ও ৬ষ্ঠ শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন মারুফ ইসলাম মুন্না।
আজ (৯ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তার অফিস কক্ষে ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি (ডিসিউ) এর প্রতিনিধি দলের সদস্য কে.এম.সাদমান রহমান সাবাব, মারুফ ইসলাম মুন্না ও মোঃ মোজ্জাম্মেল মাছুম সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।উপাচার্য ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি (ডিসিউ) দলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি তাদেরকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত বিতর্কসহ শিক্ষাসহায়ক কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহবান জানান।