যৌথবাহিনীর হাতে আটক হলেন নোয়াখালীর সাবেক এসপি আসাদুজ্জামান; ফেসবুকে প্রতিবাদের ঝড়

মোঃ আসাদুজ্জামান। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) ছিলেন।
তবে ২৪ এর আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারীরা নোয়াখালীর সাবেক এই এসপি’র ব্যাপক সহযোগিতা পেয়েছেন বলে জানান। এ নিয়ে ফেসবুকে অসংখ্য পোষ্ট দিয়ে অনেকেই তাকে আটকের প্রতিবাদ জানান।
বিষয়টি নিয়ে নোয়াখালীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আরিফুর রহমান সহ জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের জনগণ তাকে আটকের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোষ্ট করেন।
আন্দোলনকারীদের অনেকেই জানান, কঠিন ওই সময়ে এসপি আসাদুজ্জামান আন্দোলনকারীদের খাবার প্রদান সহ তাদের যাতে কেউ হয়রানি না করে, তাদের উপর অন্যায় ভাবে লাঠিচার্জ না করে সে ব্যাপারে তার পুলিশ বাহিনীকে সতর্ক করে দেন।
পরিস্থিতি যাতে খারাপ না হয় সে জন্য তিনি সার্বক্ষণিক নিজে মাঠে থেকে বিষয় গুলো তদারকি করছেন বলেও জানান আন্দোলনকারীরা।
আজকে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করার খবরের ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।।