চট্টগ্রামের মাদরাসা শিক্ষার্থীদের বেসরকারি বৃত্তি প্রকল্প ” আন্-নাবিল বৃত্তি পরীক্ষা’২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি সংবর্ধনা-২৪ অনুষ্ঠিত

২৪ জানুয়ারি (শুক্রবার) নগরীর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আন্-নাবিল বৃত্তি প্রকল্প’২৪এর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের আহ্বায়ক মুমিনুল হক ও সদস্য সচিব হাফেজ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর পরিচালনায় এবং দারুল উলুম আলিয়া মাদরাসার প্রতিনিধি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্- নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ড. সাইয়্যেদ মাওলানা মুহাম্মদ আবু নোমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আন্- নাবিল বৃত্তি প্রকল্পের কেন্দ্রীয় উপদেষ্টা মওলানা আলাউদ্দিন আবির , আন্-নাবিল বৃত্তি প্রকল্পের চট্টগ্রাম মহানগর উত্তর জোনের উপদেষ্টা দেলোয়ার হোসাইন এবং হাফেজ মঞ্জুরুল আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের দারুল উলূম কামিল মাদরাসার ছাত্র প্রতিনিধি সিনিয়র সদস্য মুহাম্মদ রিফাত উদ্দিন, মাদরাসা বিভাগের পরিচালক ইফতেখার উদ্দিন , মুহাম্মদ মশফিউল ইসলাম, হাফেজ মুহাম্মদ শোয়াইবুল ইসলাম, ইমাম উদ্দিন,শহিদুল ইসলাম, মুহাম্মদ আবরার, এবং আব্দুল মোমেন সহ আন্-নাবিল বৃত্তি প্রকল্পের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, এবছর সংবর্ধনায় বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ৪৬ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুল এবং ৭৯ জন ছাত্র-ছাত্রীদেরকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ নাম্বার পেয়ে “আন-নাবিল স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’২৪ হয়েছে দারুল উলূম কামিল মাদরাসার ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র আব্দুর রহমান রাহিব।
প্রধান অতিথির বক্তব্যে মাদরাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে তুলে ধরে তিনি বলেন ছেলে মেয়েদের কে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হলে মাদরাসা শিক্ষার বিকল্প নাই। দ্বীনের জ্ঞান অর্জন ছাড়া দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করা সম্ভব না। একজন মুসলিম হিসেবে দ্বীনের জ্ঞান অপরিহার্য। এখন মাদরাসার ছাত্র-ছাত্রীরা মেডিক্যাল, বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে বিজয় হয়। তাই মাদরাসা শিক্ষা কে ছোট করে দেখার কিছু নাই। তিনি আন্- নাবিল বৃত্তি প্রকল্পের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং এই মহৎ কাজের জন্য প্রশংসা করেন এবং মাদরাসা ছাত্র-ছাত্রীদের এগিয়ে আনার পরামর্শ দেন। আভিভাবকদের সচেতন হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
প্রধান আলোচক আলাউদ্দিন আবির বলেন সৎ,দক্ষ ও আদর্শ মানুষ গড়ে তুলার জন্য মাদরাসা শিক্ষার প্রতি আরও বেশি সজাগ হওয়ার জন্য ছাত্র, ছাত্রী এবং শিক্ষক দের প্রতি আহবান জানান। প্রতিযোগিতা মূলক পড়া লেখার জন্য আভিভাবক দের প্রতি আহবান করেন
চেয়ারম্যান মোহদায় বলেন আন্-নাবিল বৃত্তি প্রকল্প মাদরাসার ছাত্র, ছাত্রীদের জন্য এক বিশেষ নিয়ামত। মাদরাসার ছাত্র, ছাত্রীদের মেধা বিকাশের এক অবিচ্ছেদ্য অংশ।
আন্-নাবিল বৃত্তি প্রকল্পের সার্বিক সহযোগিতা কামনা করেন অভিবাক এবং ছাত্র, ছাত্রীদের কাছে আগামী দিনও আন্- নাবিল বৃত্তি প্রকল্পের সাথে থাকার জন্য সকল কে আহবান জানান।
পরিশেষে আন্- নাবিল বৃত্তি প্রকল্পের আহবায়ক সকালের কাছে সহযোগিতা কামনা করেন এবং আগামী দিনও আন্-নাবিল বৃত্তি প্রকল্পের কাজে সুন্দর পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য সকল কে আহবান জানান।