রাজশাহী

রাজশাহী বিভাগের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন

আজ ০৮.০১.২০২৫ তারিখে রাজশাহী মহানগরে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনের জন্য রাজশাহী বিভাগের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন হল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, সহ-মুখপাত্র তাহসিন রিয়াজসহ জাতীয় নাগরিক কমিটির সদর থানা প্রতিনিধিবৃন্দ।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর প্রতিনিধি আল আশরারুল ইমাম(তানিম),রাজশাহী জেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম সাজু ও আরশি আজিম এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিবৃন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়কদের নেতৃত্বে শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু হয়। সালাউদ্দিন আম্মার বলেন, “জুলাই অভ্যুত্থানের ৬ মাসও হয়নি, এত শহিদের আত্মত্যাগের ইতিহাস বিকৃত করা হচ্ছে, আন্দোলনকারীদের বিতর্কিত করার প্রচেষ্টা চলমান। আমরা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অভ্যুত্থানের ইতিহাসের দালিলিক প্রমাণ রাখতে চাই। আমরা আশা করি, আমাদের দাবি মোতাবেক, আগামী ১৫ তারিখের মধ্যে সরকার সকল দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে।”
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন বলেন, “সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ আমাদের প্রাথমিক বিজয়। আমরা এই দাবি গণদাবিতে পরিণত করতে চাই। এই লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে পাড়ায় মহল্লার মানুষ এই অভ্যুত্থানের বৈধতা ঘোষণার দাবির সাথে একাত্মতা ঘোষণা করবে বলেই আমাদের বিশ্বাস।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button