চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে এবি পার্টি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
২৯.১২.২০২৪ইং রবিবার
প্রেস বিজ্ঞপ্তি
আজ রবিবার বিকেল ৪টায় আমার বাংলাদেশ পার্টি – এবি পার্টি’র একটি প্রতিনিধি দল ঢাকাস্থ চীনা দূতাবাসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়। এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু’র নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্যসচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি ও ব্যারিস্টার সানি আব্দুল হক এবং বাংলাদেশ ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স আল-আমিন। সাক্ষাতে চীনকে বাংলাদেশের পর্যটন শিল্প সহ বিভিন্ন খাতে আরো বেশী বিনিয়োগের আহ্বান জানানো হয়। বানিজ্য বৃদ্ধি, ছাত্রবৃত্তি বাড়ানোর ব্যাপারেও এবি পার্টির পক্ষ থেকে চীনা রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়। দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক জ্যাং যিং এবং রাজনৈতিক কর্মকর্তা জেং জিহানও এসময় উপস্থিত ছিলেন।