চট্টগ্রাম

চট্টগ্রামে মশা নিয়ন্ত্রণে চসিককে ১৫টি ফগার মেশিন দিল মেঘনা ব্যাংক পিএলসি


সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মেঘনা ব্যাংক পিএলসি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ডেঙ্গু ও মশাবাহিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ১৫টি অত্যাধুনিক ফগার মেশিন উপহার দিয়েছে।
রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর নিকট ফগার মেশিনগুলো হস্তান্তর করেন মেঘনা ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ডাঃ শাহাদাত হোসেন মেঘনা ব্যাংকের এই উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “মশাবাহিত রোগ প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চট্টগ্রাম মহানগরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ কমাতে চসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এই কাজ সফল করতে আমাদের সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সহযোগিতা অত্যন্ত জরুরি। মেঘনা ব্যাংক যেভাবে এগিয়ে এসেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “শুধু চট্টগ্রাম নয়, দেশের যেকোনো অঞ্চলে ডেঙ্গুর মতো মহামারি মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আমি সকল বেসরকারি প্রতিষ্ঠানকে মেঘনা ব্যাংকের মতো সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এগিয়ে আসার আহ্বান জানাই।”
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, “আমাদের ব্যাংক সবসময়ই সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে থাকে। এই কার্যক্রম তারই একটি অংশ। আমরা আশা করছি, এই ফগার মেশিনগুলো ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের প্রচেষ্টাকে আরও কার্যকর করবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button