জাতীয়

বান্দরবানে খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৭টি ঘরে অগ্নিসংযোগের ঘটনায়জাতীয় নাগরিক কমিটি’র নিন্দা ও প্রতিবাদ

তারিখ: ২৬ ডিসেম্বর, ২০২৪

গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে বান্দরবানের লামা উপজেলায় নতুন তঙঝিরি পাড়ার খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরা জাতিগোষ্ঠীর ১৭টি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়িগুলো সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। জাতীয় নাগরিক কমিটি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা মনে করি, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আগের রাতে এই ধরণের ঘটনা নতুন বাংলাদেশে পুরোনো সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে বিভাজনের রাজনীতি টিকিয়ে রাখার এবং বাংলাদেশকে দেশি-বিদেশি চক্রান্তের লক্ষ্যবস্তু বানানোর অপচেষ্টা মাত্র।

লক্ষ্যণীয় যে, ফ্যাসিবাদি জমানায় এই পাড়াটির বাসিন্দাদেরকে পুলিশের সাবেক আইজিপি খুনি হাসিনার অন্যতম প্রধান সহযোগী বেনজির আহমেদের নির্দেশে উচ্ছেদ করা হয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদি ও খুনি হাসিনা এবং দখলদাররা দিল্লীতে পালিয়ে গেলে, এই পাড়ার বাসিন্দারা আবার সেখানে বসবাস করা শুরু করে। কিন্তু ফ্যাসিবাদিদের দোসর ও উচ্ছিষ্টভোগী দুর্বৃত্তরা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনের ঠিক আগের রাতে আগুন ধরিয়ে প্রমাণ করেছে ফ্যাসিবাদি কাঠামোর সম্পূর্ণ বিলোপ ছাড়া এই রাষ্ট্রের সকল ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button