জাতীয়

রোহিঙ্গাদের অর্থ বরাদ্দ অব্যাহত রাখায় ট্রাম্পকে ড. ইউনূসের ধন্যবাদ

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) বাংলাদেশে তাদের সব ধরনের কার্যক্রম ও প্রকল্প বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারি করার পরপরই বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ ধরনের প্রায় সব সহায়তা স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রোহিঙ্গাদের অর্থ বরাদ্দ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এজন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা প্রদানকারী সংস্থা ইউএসএআইডি এক ঘোষণায় জানায়, এই আদেশের পর বাংলাদেশে কোনো ধরনের নতুন অর্থনৈতিক বা মানবিক সহায়তা প্রদান করা হবে না।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২৫ জানুয়ারি) শনিবার ইস্যুকৃত ইউএসএআইডির অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারনের পাঠানো এক চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ইউএসএআইডি বাংলাদেশে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং আগামীদিনে দেশটিতে সহায়তার কোন নতুন প্রকল্প শুরু করা হবে না।
তবে, এর আগে দেওয়া সহায়তার অগ্রগতি পর্যবেক্ষণ ও অন্যান্য আন্তর্জাতিক প্রকল্পের ওপর কিছু সীমিত কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করা হয়। এতে অংশীদারদের সঙ্গে যেসব কাজ চলছে, সেগুলোর ক্ষেত্রে ব্যয় সঞ্চয়ের জন্য সব যুক্তিসংগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
চিঠিতে ইউএসএআইডির অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য অধস্তনদের নির্দেশ নেওয়া হয়েছে।
এই আদেশের ফলে বাংলাদেশে মার্কিন সহায়তার যেসব গুরুত্বপূর্ণ প্রকল্প চলছিল, তা বর্তমানে স্থগিত হয়ে গেছে। এসব প্রকল্পের মধ্যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ মোকাবেলা সহায়তা অন্তর্ভুক্ত ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button