চট্টগ্রাম জেলার সরকারি কর্মকর্তাগণের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা
চট্টগ্রাম জেলার সরকারি কর্মকর্তাগণের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা আজ ২৩ ডিসেম্বর বিকাল ০৩.০০ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, ড. মোঃ হাফিজুর রহমান ভূঞা, জনাব ফিরোজ আহমেদ ও জনাব মেহেদী হাসান (শিক্ষার্থী প্রতিনিধি), চট্টগ্রাম বিভাগের মান্যবর কমিশনার জনাব ড. মো: জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আহসান হাবীব পলাশ,চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাব্বির ইকবাল, পুলিশ সুপার জনাব রায়হান উদ্দিন খান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, উপপরিচালক (স্থানীয় সরকার, চট্টগ্রাম জেলা) জনাব মোঃ নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জনাব এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ আসফিকুজামান আফতাব, মেজর মোঃ তাহসীনুল হক খান, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জনপ্রশাসনকে সুন্দর কাঠামোর ওপর দাঁড় করানো সকলের দায়িত্ব। জনগণের কিভাবে উন্নয়ন হবে; সেটার জন্যই কাজ করবে জনপ্রশাসন। সরকারের উদ্দেশ্য জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা। সরকারি কর্মচারীদের কাজ স্বচ্ছ রাখতে, নাগরিকরা সেবা চাচ্ছেন বা সেবা পেতে কোথায় সমস্যা দেখছেন এবং সমাধান কীভাবে সম্ভব; সেসব বিষয়ে নাগরিকদের মতামত জানতে চান বলে জানান তারা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রশাসনের কার্যক্রম যাতে সাধারণ জনগণের জন্য আরও সহজ ও গ্রহণযোগ্য হয়, সেজন্য আমাদের কর্মকর্তাদেরকে মাঠপর্যায়ে গিয়ে জনগণের সমস্যার সরাসরি সমাধান প্রদান করতে হবে। আন্তঃক্যাডার সহযোগিতা এবং সমন্বয় নিশ্চিত করতে আমাদের সকল ক্যাডারের মধ্যে একটি যৌথ প্রচেষ্টার প্রয়োজন। সকল ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। আমরা সকলেই একই লক্ষ্য, অর্থাৎ দেশের উন্নয়ন ও জনগণের সেবা প্রদানের জন্য কাজ করছি। প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করতে হবে। এটি আমাদের প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করবে এবং আন্তঃক্যাডার সহযোগিতা ও সমন্বয়ের প্রক্রিয়াকে সহজ করবে। আমরা বিশ্বাস করি যে, এই প্রক্রিযার মাধ্যমে আমরা প্রশাসনের দক্ষতা, স্বচ্ছতা এবং জনগণের আস্থা অর্জনে আরও সফল হবো।