চট্টগ্রামের হালিশহরে তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন
চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্য হালিশহর শ্রমিক, ব্যবসায়ী ও এলাকাবাসীদের উদ্যোগে এক ‘তাফসিরুল কুরআন মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদে মাগরিব বন্দর থানাধীন মধ্যম হালিশহর কলসী দিঘীর পাড় ঈদগাহ ময়দানে এই মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহসিন আল হোসাইনী এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত মুফাচ্ছিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী।
প্রধান মেহমান শামীম সাঈদী বলেন, আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী দ্বীনের প্রচারের জন্য জীবন দিয়ে গেছেন। চট্টগ্রামের মানুষ বেশি ইসলাম প্রিয়, তাই তিনি চট্টলাবাসীকে বেশি পছন্দ করতেন। প্রতিবছর চট্টগ্রামে তিনি তাফসির করেছেন। আমার বাবাসহ ইসলামের জন্য যতজন প্রাণ দিয়েছেন তাদের রক্ত বৃথা যাবে না, ইনশাআল্লাহ।