আখাউড়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা “আখাউড়া রাইজিং” অনুষ্ঠিত
আজ বিকেল সাড়ে তিনটায় বাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা “আখাউড়া রাইজিং” অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মো: আতাউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন – “সকল প্রকার ফ্যাসিবাদ রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় স্বার্থ এবং জাতীয় ঐক্যই এখনকার গুরুত্বপূর্ণ কাজ। নাগরিকরা বিভক্ত হলে সুযোগ পাবে পতিত ফ্যাসিবাদি শক্তি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডাঃ আশরাফুল ইসলাম সুমন। আখাউড়া নাগরিক কমিটির প্রতিনিধি জামশেদ ভূইয়ার সভাপতিত্বে এবং জেলা সংগঠক জিহান মাহমুদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সমাজকর্মী তাহমিনা আক্তার, সংগঠক এস এম মহিউদ্দিন খান, আক্কাস মীর, এড. নিজাম উদ্দিন ভুঁইয়া, এড.শাহাদাত হোসেন লিটন প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা সীমান্ত দিয়ে মাদক চালান ও চোরাকারবারির বিরুদ্ধে আখাউড়ার প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলেন। এছাড়াও, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে নতুন সংবিধান রচনার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম- আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি। প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন- “নতুন বাংলাদেশের বিরুদ্ধে দেশি-বিদেশি নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধতাই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার একমাত্র হাতিয়ার। জুলাইয়ে যেমন আমরা সকল মত-পথ ভুলে ঐক্যবদ্ধ হয়েছিলাম জাতীয় স্বার্থে, ঠিক তেমনটিই বজায় রাখতে হবে।”