চট্টগ্রাম

চট্টগ্রামের স্বাধীনতা (জিয়া পার্ক) পার্কের করুন দশা

আলী মুর্তজা রাজু, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের বহদ্দারহাট চাঁদগাঁও আবাসিক এলাকায় অবস্থিত কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটার সংলগ্ন এই পার্কটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রাজনৈতিক স্মৃতি সমৃদ্ধ পার্ক। এর সাথে জড়িয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্রের ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণার স্মৃতি।

বিগত আওয়ামী লীগের সরকারের আমলে এই পার্কের ইজারা দেয়া হয়েছিল চট্টগ্রামের চাঁদাবাজ সন্ত্রাসী আমি ডামি নির্বাচনের এমপি মহিউদ্দিন বাচ্চুর ছোট ভাই হেলাল উদ্দিনের নামে। নামমাত্র মূল্যে সাবেক পালাতক মেয়র রেজাউল করিম চৌধুরী এইটি ইজারা প্রদান করে। মানুষের চিত্তবিনোদনের জায়গাতেও যখন রাজনৈতিক প্রভাব থাকে তখন ওই প্রভাবশালীরা পালালে রাষ্ট্রীয় সম্পদের এরকম ক্ষতিই বাধ্য হয়ে যায়। পার্কটিতে সরজমিন ঘুরে দেখা যায় বাচ্চাদের দোলনা একটাও নাই, কাউন্টারের সুইচ বোর্ড সহ খুলে নিয়ে গেছে। চোরের পেটে ক্ষুদা বেশি। বাম্পার কার একটাও অবশিষ্ট নাই , সবগুলার মটর, প্রয়োজনীয় পার্টস খুলে বিক্রি শেষ।বাউন্ডারির গ্রিল খুলে নিয়ে গেছে চোরে । বাথরুমের থাই গ্লাসের জানালা সহ নিয়ে চলে গেছে।স্থানীয় চাঁদগাও আবাসিকের একজন বাসিন্দা দিদারুল ইসলাম ইমরান এই প্রতিবেদকে, অভিযোগ করেন একজনই এখান থেকে ৪লক্ষ টাকার মালপত্র বিক্রি করে খেয়েছে বাকিদের হিসাব বাদই দিলাম। প্রতিদিন রাতে গ্রাম সিএনজি নিয়ে আসে এরা। সাপোর্টে থাকে পাড়ার কিছু ছেলেপেলে। প্রশাসনের কোন নজরদারি না থাকার কারণে জনগণের সম্পদ এইভাবে হরি লুট হচ্ছে । এই স্থাপনাটিতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এবং স্মৃতি দুটি জড়িত।যেহেতু এই জায়গাটির মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের,চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করবে বলে আশা করে স্থানীয় জনগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button