উপমহাদেশের প্রাচীন
সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাস সিলেটের উদ্যোগে আয়োজিত
সাহিত্য সম্মেলন ২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে।
সম্মেলনের
প্রধান আকর্ষণ ছিলেন যুগান্তরের সম্পাদক, বাংলা সাহিত্যের শক্তিমান কবি আবদুল হাই
শিকদার। যার স্বরচিত কবিতা পাঠ প্রথম অধিবেশনটিকে প্রাণবন্ত করে তোলে।
সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী শনিবার
সকালে কেমুসাস প্রাঙ্গণে কেমুসাস সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান উপলক্ষ্যে আয়োজিত
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
তিনি বলেন,
সাহিত্য সম্মেলনের আয়োজন ধারাবাহিক প্রক্রিয়া, যা বুদ্ধিবৃত্তিক অগ্রযাত্রাকে
সামনে এগিয়ে নিয়ে যাবে।
উদ্বোধনের
পর প্রথম অধিবেশনে ছিল কবিকণ্ঠে কবি সম্মেলন। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে
আগত কবি-সাহিত্যিকরা কবিতা আবৃত্তি করেন। সাহিত্য সম্মেলনের প্রধান অতিথি যুগান্তর
সম্পাদক ও শক্তিমান কবি আবদুল হাই শিকদার এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম
আজাদ কবিতা আবৃত্তি করেন।
কবি
সম্মেলনে স্বরচিত কবিতা পাঠ করেন সালেহ আহমদ খসরু, সুহেনা আক্তার হেনা, নিশাত
ফাতেমা মেহের, জহুর মুনিম, ফয়জুল হক, টিএ সুলেমান, ইব্রাহীম ইউসুফ, মুহিত চৌধুরী,
শামসীর হারুনুর রশিদ, তাজুল ইসলাম, মামুন সুলতান, আমিনা শহীদ চৌধুরী মান্না,
লোকমান হাফিজ, প্রমুখ।
কবি
সম্মেলন উদযাপন উপকমিটির সদস্য ইশরাক জাহান জেলী ও মিনহাজ ফয়সলের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.
মুহাম্মদ তাজউদ্দিন, শাবিপ্রবির সাবেক ডিন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, মদন মোহন
কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর এবং কেমুসাসের কার্যকরী পরিষদের সদস্য
ছয়ফুল করিম চৌধুরী হায়াত।
অনুষ্ঠানের শুরুতে
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার হোসাইন হামিদ।
উদ্বোধন
উপলক্ষ্যে আয়োজিত র্যালিপূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক
আফতাব চৌধুরী। সঞ্চালনা করেন আহমদ মাহবুব ফেরদৌস। বক্তব্য দেন সাবেক সভাপতি কবি
রাগিব হোসেন চৌধুরী, সহসভাপতি রুহুল ফারুক এবং সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ
রাজা চৌধুরী।
সন্ধ্যায়
দ্বিতীয় অধিবেশনে কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসানকে কেমুসাস সাহিত্য পুরস্কার
প্রদান করা হয়। ‘সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বিনির্মাণে সিলেটী নাগরী লিপির ভূমিকা’
শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক মোস্তফা সেলিম। এবারের সাহিত্য
সম্মেলন গবেষক অধ্যাপক মুহম্মদ আসাদ্দর আলীকে নিবেদিত।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : সারাদেশ সিলেট আবদুল হাই শিকদার কবিতা
.png)
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
উপমহাদেশের প্রাচীন
সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাস সিলেটের উদ্যোগে আয়োজিত
সাহিত্য সম্মেলন ২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে।
সম্মেলনের
প্রধান আকর্ষণ ছিলেন যুগান্তরের সম্পাদক, বাংলা সাহিত্যের শক্তিমান কবি আবদুল হাই
শিকদার। যার স্বরচিত কবিতা পাঠ প্রথম অধিবেশনটিকে প্রাণবন্ত করে তোলে।
সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী শনিবার
সকালে কেমুসাস প্রাঙ্গণে কেমুসাস সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান উপলক্ষ্যে আয়োজিত
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
তিনি বলেন,
সাহিত্য সম্মেলনের আয়োজন ধারাবাহিক প্রক্রিয়া, যা বুদ্ধিবৃত্তিক অগ্রযাত্রাকে
সামনে এগিয়ে নিয়ে যাবে।
উদ্বোধনের
পর প্রথম অধিবেশনে ছিল কবিকণ্ঠে কবি সম্মেলন। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে
আগত কবি-সাহিত্যিকরা কবিতা আবৃত্তি করেন। সাহিত্য সম্মেলনের প্রধান অতিথি যুগান্তর
সম্পাদক ও শক্তিমান কবি আবদুল হাই শিকদার এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম
আজাদ কবিতা আবৃত্তি করেন।
কবি
সম্মেলনে স্বরচিত কবিতা পাঠ করেন সালেহ আহমদ খসরু, সুহেনা আক্তার হেনা, নিশাত
ফাতেমা মেহের, জহুর মুনিম, ফয়জুল হক, টিএ সুলেমান, ইব্রাহীম ইউসুফ, মুহিত চৌধুরী,
শামসীর হারুনুর রশিদ, তাজুল ইসলাম, মামুন সুলতান, আমিনা শহীদ চৌধুরী মান্না,
লোকমান হাফিজ, প্রমুখ।
কবি
সম্মেলন উদযাপন উপকমিটির সদস্য ইশরাক জাহান জেলী ও মিনহাজ ফয়সলের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.
মুহাম্মদ তাজউদ্দিন, শাবিপ্রবির সাবেক ডিন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, মদন মোহন
কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর এবং কেমুসাসের কার্যকরী পরিষদের সদস্য
ছয়ফুল করিম চৌধুরী হায়াত।
অনুষ্ঠানের শুরুতে
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার হোসাইন হামিদ।
উদ্বোধন
উপলক্ষ্যে আয়োজিত র্যালিপূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক
আফতাব চৌধুরী। সঞ্চালনা করেন আহমদ মাহবুব ফেরদৌস। বক্তব্য দেন সাবেক সভাপতি কবি
রাগিব হোসেন চৌধুরী, সহসভাপতি রুহুল ফারুক এবং সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ
রাজা চৌধুরী।
সন্ধ্যায়
দ্বিতীয় অধিবেশনে কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসানকে কেমুসাস সাহিত্য পুরস্কার
প্রদান করা হয়। ‘সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বিনির্মাণে সিলেটী নাগরী লিপির ভূমিকা’
শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক মোস্তফা সেলিম। এবারের সাহিত্য
সম্মেলন গবেষক অধ্যাপক মুহম্মদ আসাদ্দর আলীকে নিবেদিত।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন