বাউল
গানের অন্যতম নাম ক্বারী আমির উদ্দিন। তাঁর সৃষ্ট গান করে পরিচিতি পেয়েছেন অনেকে।
গুণী এই বাউলের গান ‘কী সুখে যায় দিন রজনী’ গাইলেন সারোয়ার শুভ।
এটি মূলত ডিজে রাহাত,
শান শায়েক, আদিব কবিরের সমন্বিত প্রকল্প ই-পিয়ানোর গান।
বৃহস্পতিবার
বিকাল ৩টায় এটি অন্তর্জালে আসবে।
শুভ বলেন, ডিজে রাহাত ভাই আমার শ্রদ্ধেয় মানুষ, তার প্রজেক্টে কাজ করতে পারা আনন্দের। আর আমাদের ফোক গানগুলো নতুন সংগীতায়োজনে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। টিমের সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের দলে সামিল হতে পেরে আমারও ভালো লাগছে।
২০১৩-তে
একক অ্যালবাম ‘বিলবোর্ড ভালোবাসা’ দিয়ে আত্মপ্রকাশ করেন সারোয়ার শুভ। পরে আরও অনেক
সিঙ্গেল গান করেছেন। বর্তমানে নিজের নতুন আরো কিছু গান নিয়ে কাজ করছেন তিনি।
ক্রমশ সেগুলো প্রকাশ্যে আসবে।
.png)
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
বাউল
গানের অন্যতম নাম ক্বারী আমির উদ্দিন। তাঁর সৃষ্ট গান করে পরিচিতি পেয়েছেন অনেকে।
গুণী এই বাউলের গান ‘কী সুখে যায় দিন রজনী’ গাইলেন সারোয়ার শুভ।
এটি মূলত ডিজে রাহাত,
শান শায়েক, আদিব কবিরের সমন্বিত প্রকল্প ই-পিয়ানোর গান।
বৃহস্পতিবার
বিকাল ৩টায় এটি অন্তর্জালে আসবে।
শুভ বলেন, ডিজে রাহাত ভাই আমার শ্রদ্ধেয় মানুষ, তার প্রজেক্টে কাজ করতে পারা আনন্দের। আর আমাদের ফোক গানগুলো নতুন সংগীতায়োজনে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। টিমের সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের দলে সামিল হতে পেরে আমারও ভালো লাগছে।
২০১৩-তে
একক অ্যালবাম ‘বিলবোর্ড ভালোবাসা’ দিয়ে আত্মপ্রকাশ করেন সারোয়ার শুভ। পরে আরও অনেক
সিঙ্গেল গান করেছেন। বর্তমানে নিজের নতুন আরো কিছু গান নিয়ে কাজ করছেন তিনি।
ক্রমশ সেগুলো প্রকাশ্যে আসবে।
.png)
আপনার মতামত লিখুন