বগুড়া শিবগঞ্জের
মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের গনেশপুর (বড়িতলা) নামক স্থানের পুলিশ বক্সটি এখন
পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পুলিশ বক্সটি টয়লেট ও বাথরুমের কাজে ব্যবহার করছে পথচারীরা।
২০২৪ সালের ৫ আগষ্টের আগেও এ পুলিশবক্সটি সচল ছিলো। তখন রাতে পুলিশ বক্সে পুলিশ অবস্থা করতো এবং তল্লাশি চৌকি বসিয়ে ডিউটি করত। এ পুলিশ বক্স অকেজ থাকার সুযোগে ১দফা ডাকতি ও ২দফা ডাকাতির চেষ্টা হয়েছে। দুই দশক আগে এ মহাসড়কে যানবাহন ও পথচারীকে সুরক্ষা দিতে তৈরী হয়েছিল এ পুলিশ বক্সটি।
এলাকাবাসীর দাবী, ২০২৪ সালের ৫আগষ্টের পর উশৃঙ্খল জনতা পুলিশ বক্সের দরজা, গ্রীল ও সোল্যার প্যানেল নষ্ট করে ফেলে। এ সুযোগে পুলিশ বক্স সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে ঘটছে ডাকাতির ঘটনা। সড়কের দুই পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ ও জনমানবহীন হওয়ায় এখন রাতে এ সড়কে ভয়ে যানবাহন ও পথচারীরা চলতে চায়না। এতে ওই মহাসড়কে ডাকাতি ও অপরাধের ঘটনা বেড়ে গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ছয়মাস আগে ওই পুলিশ বক্সের সামনে মহাসড়কে রাতে চলাচল করা ঔষুধ কোম্পানির কর্মচারীর হিরো মোটরসাইকেল কেড়ে নিয়ে তার হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এসময় সেসহ অনেকের টাকা পয়সাও ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। গত ১৫দিন আগেও এ রাস্তায় ডাকাতি সংঘটিত হয়েছিলো, সর্বশেষ গত সপ্তাহে রাস্তায় গাছ ফেলে শাহ ফতেহ আলী পরিবহনে ডাকাতির চেষ্টা করা হয়।
উপজেলার উথলী পূর্বপাড়ার কৃষক ইউনুস আলী জানায়, ঐ পুলিশ বক্সের আশেপাশে আমরা জমাজমি চাষাবাদ করি। ভয়ে সন্ধ্যার পর জমিতে যেতে পারিনা। ডাকাতি করার সময় ডাকাতরা আমাদের ফসলও নষ্ট করে রেখে যায়। এস্থানে নিয়মিত পুলিশ না থাকায় আমরা আতঙ্কে দিনাতিপাত করছি। পূর্বের মতো ওখানে পুলিশ নিয়মিত ডিউটি করলে আমাদের এলাকার মানুষের ও পথচারিদের খুব উপকার হতো।
জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, 'ঐ পুলিশ বক্সটি অকেজ থাকায় পুলিশের টহলে বিঘ্ন হচ্ছে। সেখানকার মহাসড়কে যাতে কোনো ধরনের চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা কয়েকজন ডাকাতকে ইতোমধ্যে গ্রেপ্তারও করেছি। পুলিশ বক্সটি এ মুহূর্তে সংস্কার করা হলে সেখানে পুলিশের প্যাট্রল ডিউটি নিয়মিত করা সম্ভব হবে।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন,
ঐ স্থানে ততোধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। অকেজ পুলিশ বক্স ও সোলার প্যানেলটি দ্রুত
সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
.png)
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫
      বগুড়া শিবগঞ্জের
মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের গনেশপুর (বড়িতলা) নামক স্থানের পুলিশ বক্সটি এখন
পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পুলিশ বক্সটি টয়লেট ও বাথরুমের কাজে ব্যবহার করছে পথচারীরা।
২০২৪ সালের ৫ আগষ্টের আগেও এ পুলিশবক্সটি সচল ছিলো। তখন রাতে পুলিশ বক্সে পুলিশ অবস্থা করতো এবং তল্লাশি চৌকি বসিয়ে ডিউটি করত। এ পুলিশ বক্স অকেজ থাকার সুযোগে ১দফা ডাকতি ও ২দফা ডাকাতির চেষ্টা হয়েছে। দুই দশক আগে এ মহাসড়কে যানবাহন ও পথচারীকে সুরক্ষা দিতে তৈরী হয়েছিল এ পুলিশ বক্সটি।
এলাকাবাসীর দাবী, ২০২৪ সালের ৫আগষ্টের পর উশৃঙ্খল জনতা পুলিশ বক্সের দরজা, গ্রীল ও সোল্যার প্যানেল নষ্ট করে ফেলে। এ সুযোগে পুলিশ বক্স সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে ঘটছে ডাকাতির ঘটনা। সড়কের দুই পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ ও জনমানবহীন হওয়ায় এখন রাতে এ সড়কে ভয়ে যানবাহন ও পথচারীরা চলতে চায়না। এতে ওই মহাসড়কে ডাকাতি ও অপরাধের ঘটনা বেড়ে গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ছয়মাস আগে ওই পুলিশ বক্সের সামনে মহাসড়কে রাতে চলাচল করা ঔষুধ কোম্পানির কর্মচারীর হিরো মোটরসাইকেল কেড়ে নিয়ে তার হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এসময় সেসহ অনেকের টাকা পয়সাও ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। গত ১৫দিন আগেও এ রাস্তায় ডাকাতি সংঘটিত হয়েছিলো, সর্বশেষ গত সপ্তাহে রাস্তায় গাছ ফেলে শাহ ফতেহ আলী পরিবহনে ডাকাতির চেষ্টা করা হয়।
উপজেলার উথলী পূর্বপাড়ার কৃষক ইউনুস আলী জানায়, ঐ পুলিশ বক্সের আশেপাশে আমরা জমাজমি চাষাবাদ করি। ভয়ে সন্ধ্যার পর জমিতে যেতে পারিনা। ডাকাতি করার সময় ডাকাতরা আমাদের ফসলও নষ্ট করে রেখে যায়। এস্থানে নিয়মিত পুলিশ না থাকায় আমরা আতঙ্কে দিনাতিপাত করছি। পূর্বের মতো ওখানে পুলিশ নিয়মিত ডিউটি করলে আমাদের এলাকার মানুষের ও পথচারিদের খুব উপকার হতো।
জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, 'ঐ পুলিশ বক্সটি অকেজ থাকায় পুলিশের টহলে বিঘ্ন হচ্ছে। সেখানকার মহাসড়কে যাতে কোনো ধরনের চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা কয়েকজন ডাকাতকে ইতোমধ্যে গ্রেপ্তারও করেছি। পুলিশ বক্সটি এ মুহূর্তে সংস্কার করা হলে সেখানে পুলিশের প্যাট্রল ডিউটি নিয়মিত করা সম্ভব হবে।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন,
ঐ স্থানে ততোধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। অকেজ পুলিশ বক্স ও সোলার প্যানেলটি দ্রুত
সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
.png)
আপনার মতামত লিখুন