হামজা চৌধুরীর ম্যাজিকে নেপালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার
প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। কিন্তু যোগ করা সময়ে গোল হজম করায় হাসিমুখে আর মাঠ
ছাড়া হয়নি। লিডে থাকার পর কিভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় তা শিখতে হবে বলে জানিয়েছেন
শমিত শোম।
আজ শনিবার (১৫
নভেম্বর) অনুশীলনের আগে শমিত বলেছেন, ‘আমরা শেষ তিন-চার-পাঁচ ম্যাচে বেশির ভাগ সময়
আমরা লিডিং পজিশনে ছিলাম।
ওই
অভিজ্ঞতাটা তাদের এখনো হয়নি যে, শেষ সময়ে প্রতিপক্ষের সঙ্গে একটু মাইন্ড গেম খেলতে
হবে। সময় নষ্ট করা এখনো শিখিনি। ধীরে ধীরে ভাই আরো শিখব আর জিততে পারব।’
গত এক বছরে বেশ কয়েকজন
প্রবাসী ফুটবলারের অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে।
পারফরম্যান্স দিয়ে নজরও কাড়ছেন
তারা। তাতে দেশীয় ফুটবলারদের ওপর চাপ বাড়ছে একাদশে জায়গা ধরে রাখা। অনেকে তাই দেশি
বনাম বিদেশি খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা দেখছেন।
তবে এমনটা মানতে নারাজ শমিত।
মিডফিল্ডার
বলেছেন, ‘আমরা কোনো দিন চিন্তা করিনি বিদেশি বনাম দেশি খেলোয়াড়। এভাবে (দেখলে) তো
বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সবার একসঙ্গে খেলতে হবে। ওভাবে আমি চিন্তা করি
না, আর সেটা করাও যায় না।’
আগামী ১৮ নভেম্বর
ভারতের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়বে বাংলাদেশ এমনটাই আশা করছেন শমিত।
তিনি বলেছেন, ‘আমি তো আসছি,
আমার খুব ভালো লাগে আসতে, আমার সতীর্থদের সঙ্গে খেলতে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে।
আশা করি যে মঙ্গলবার ওই উইনিং সেলিব্রেশনটা পুরো থাকবে।’
.png)
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
হামজা চৌধুরীর ম্যাজিকে নেপালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার
প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। কিন্তু যোগ করা সময়ে গোল হজম করায় হাসিমুখে আর মাঠ
ছাড়া হয়নি। লিডে থাকার পর কিভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় তা শিখতে হবে বলে জানিয়েছেন
শমিত শোম।
আজ শনিবার (১৫
নভেম্বর) অনুশীলনের আগে শমিত বলেছেন, ‘আমরা শেষ তিন-চার-পাঁচ ম্যাচে বেশির ভাগ সময়
আমরা লিডিং পজিশনে ছিলাম।
ওই
অভিজ্ঞতাটা তাদের এখনো হয়নি যে, শেষ সময়ে প্রতিপক্ষের সঙ্গে একটু মাইন্ড গেম খেলতে
হবে। সময় নষ্ট করা এখনো শিখিনি। ধীরে ধীরে ভাই আরো শিখব আর জিততে পারব।’
গত এক বছরে বেশ কয়েকজন
প্রবাসী ফুটবলারের অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে।
পারফরম্যান্স দিয়ে নজরও কাড়ছেন
তারা। তাতে দেশীয় ফুটবলারদের ওপর চাপ বাড়ছে একাদশে জায়গা ধরে রাখা। অনেকে তাই দেশি
বনাম বিদেশি খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা দেখছেন।
তবে এমনটা মানতে নারাজ শমিত।
মিডফিল্ডার
বলেছেন, ‘আমরা কোনো দিন চিন্তা করিনি বিদেশি বনাম দেশি খেলোয়াড়। এভাবে (দেখলে) তো
বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সবার একসঙ্গে খেলতে হবে। ওভাবে আমি চিন্তা করি
না, আর সেটা করাও যায় না।’
আগামী ১৮ নভেম্বর
ভারতের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়বে বাংলাদেশ এমনটাই আশা করছেন শমিত।
তিনি বলেছেন, ‘আমি তো আসছি,
আমার খুব ভালো লাগে আসতে, আমার সতীর্থদের সঙ্গে খেলতে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে।
আশা করি যে মঙ্গলবার ওই উইনিং সেলিব্রেশনটা পুরো থাকবে।’
.png)
আপনার মতামত লিখুন