ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে ৫০২৮ ইয়াবা ও ৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার



টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে ৫০২৮ ইয়াবা ও ৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার


সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ৫০২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, শনিবার (৩০ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা পূর্ব সেতু থানাধীন ঢাকা–সিরাজগঞ্জ মহাসড়কের গোলচত্তরে তল্লাশী অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে আসা মাদককারবারি মো. আকরাম হোসেন (৪০), জেলা–রাজশাহী, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার মোটরসাইকেলের অয়েল ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৬ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন, মাদক বিক্রির ২,০৯০ টাকা এবং মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

এর কয়েক ঘণ্টা পর একই দিনে রাত ৯টা ৫০ মিনিটে র‌্যাব-১৪-এর আরেকটি দল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় অভিযানে অংশ নেয়। সেখানে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারকে সিগনাল দিয়ে থামানো হলে জিজ্ঞাসাবাদে যাত্রী মো. জুয়েল খান (৩৮), জেলা–টাঙ্গাইল, তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে এক্স-রে ফিল্মের প্যাকেটের ভেতর থেকে ৫০২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ১৫ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে র‌্যাব জানায়।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে ৫০২৮ ইয়াবা ও ৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image


সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ৫০২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, শনিবার (৩০ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা পূর্ব সেতু থানাধীন ঢাকা–সিরাজগঞ্জ মহাসড়কের গোলচত্তরে তল্লাশী অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে আসা মাদককারবারি মো. আকরাম হোসেন (৪০), জেলা–রাজশাহী, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার মোটরসাইকেলের অয়েল ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৬ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন, মাদক বিক্রির ২,০৯০ টাকা এবং মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

এর কয়েক ঘণ্টা পর একই দিনে রাত ৯টা ৫০ মিনিটে র‌্যাব-১৪-এর আরেকটি দল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় অভিযানে অংশ নেয়। সেখানে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারকে সিগনাল দিয়ে থামানো হলে জিজ্ঞাসাবাদে যাত্রী মো. জুয়েল খান (৩৮), জেলা–টাঙ্গাইল, তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে এক্স-রে ফিল্মের প্যাকেটের ভেতর থেকে ৫০২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ১৫ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে র‌্যাব জানায়।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত