২ দিনে ৩ বার কাঁপল ঢাকা ও আশপাশ
রাজধানীসহ দেশের
বিভিন্ন স্থানে দুই দিনে একাধিক ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল শুক্রবারের
শক্তিশালী ভূমিকম্পের পর আজ শনিবার সকালে ও সন্ধ্যায় আবারও কম্পন অনুভূত হয়। যার
ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।গত
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়
শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এ কম্পনের
মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। শক্তিশালী কম্পনে দেশের
বিভিন্ন এলাকায় অন্তত ১১ জনের প্রাণহানি ঘটে। ঢাকার বহু জায়গায় মানুষ আতঙ্কে ঘর থেকে
রাস্তায় বের হয়ে আসে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভারতের পশ্চিমবঙ্গের
কলকাতাসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয় বলে এনডিটিভি জানিয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানান, আজ
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, এটি স্বল্পমাত্রার
‘মাইনর’ ভূমিকম্প হলেও স্থানীয়ভাবে অনেকে কম্পন টের পেয়েছেন। শনিবার বিকেল ৬টার
পর রাজধানীসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল
৩ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।