ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

সারা দেশে ভূমিকম্প আতঙ্কের মধ্যে হঠাৎ করেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ।আগামী বুধবার (২৬ নভেম্বর) কিংবা বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।  ঘূর্ণিঝড়টি নাম হবে ‘সেনিয়ার’। যার অর্থ সিংহ। সংযুক্ত আরব আমিরাতের দেওয়া হয় এই নাম। নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায়, গত শনিবার (২২ নভেম্বর) যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা আরো ঘনীভূত হয়ে মালাক্কা প্রণালী ও সংলগ্ন আন্দামান সাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।  এমএম/ধ্রুবকন্ঠ

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’