ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

৪৪ পাবলিক নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন করলেন আসিফ মাহমুদ

দেশের ১১ জেলার উপজেলা পরিষদের মাধ্যমে নবনির্মিত ৪৪টি পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তা উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘লাইব্রেরিগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে নির্মাণকাজের সমাপ্তি নয়; আমাদের প্রতিশ্রুতি, দায়িত্ব এবং শিক্ষিত-জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে।’ লাইব্রেরিগুলো জ্ঞান, আলোক ও মানবিকতার প্রতীক হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।মাত্র ৫ মাসেই ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্থানীয় সরকার উপদেষ্টা।  এ সময় উপদেষ্টা বলেন, ‘দেশে বিদ্যমান আঞ্চলিক বৈষম্যকে মাথায় রেখে লাইব্রেরিগুলোর স্থান নির্বাচন করা হয়েছে। বিশেষত রংপুর বিভাগের ৮টি জেলার ৪১টি উপজেলা এই প্রকল্পের আওতায়। ’ প্রতিটি লাইব্রেরির নির্মাণ খরচ ৫৩ লাখ টাকা এবং প্রকল্পের মোট বাজেট ২৩ কোটি ৩২ লাখ টাকা বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ভিত্তিকশিক্ষায় অভ্যস্ত হবে।’আসিফ মাহমুদ আরও বলেন, নবনির্মিত প্রতিটি পাবলিক লাইব্রেরিতে ২টি করে নতুন পদ সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন। পদ সৃজনের আগ পর্যন্ত উপজেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় লাইব্রেরিগুলো পরিচালনা করবেন। পাশাপাশি প্রতিটি লাইব্রেরিতে বই এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি ক্র‍য়ের উদ্দেশ্যে পৃথকভাবে ৫ লাখ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন আসিফ মাহমুদ।এ ছাড়া আগামী ১ বছরে সব উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  এনএম/ধ্রুবকন্ঠ

৪৪ পাবলিক নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন করলেন আসিফ মাহমুদ