ওমরা পালনে পবিত্র মক্কায় রওনা হচ্ছেন সাংবাদিক মোস্তফা মিয়া
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের
সাবেক যুগ্ম আহ্বায়ক ও পীরগঞ্জের পরিচিত মুখ সাংবাদিক মোঃ মোস্তফা মিয়া পবিত্র ওমরা
হজ পালনের উদ্দেশ্যে আজ শনিবার রাতে পবিত্র মক্কা শরিফের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।তাঁর যাত্রা উপলক্ষে এলাকাবাসীর
পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে। মহান আল্লাহ পাক তাঁর ওমরা কবুল করুন এবং জীবনের
সকল গুনাহ ক্ষমা করুন এ কামনা সকলের।গত শুক্রবার জুমার নামাজ আদায়ের
পর সাংবাদিক মোস্তফা মিয়া তাঁর পিতামাতার কবর জিয়ারত করতে যান।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত
ছিলেন পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজন স্থানীয় মুসলিম জনতা এবং একাধিক সাংবাদিক।সঙ্গে ছিলেন তাঁর ছেলে মোহাম্মদ
সিফাত উল্লাহও। কবরস্থানে তিনি গভীর ভক্তিভরে দোয়া করেন—যাতে তাঁর বাবা-মা, আত্মীয়স্বজন
এবং সকল মুমিন-মুসলিম যারা ইহলোকে আর নেই, আল্লাহ তায়ালা তাদের জান্নাতুল ফেরদৌস দান
করেন, তাদের রুহানী শান্তি নসিব করেন এবং কবরের কষ্ট হালকা করে দেন।সাংবাদিক মোস্তফা মিয়া ৮ নং
রায়পুর ইউনিয়নের সাবেক (২০১৭ সালের) ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে
ধানের শীষ প্রতীকে অংশ নেন।বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির
আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার
কারণে এলাকায় একজন সম্মানিত গণমানুষের নেতা হিসেবে পরিচিত।ওমরায় রওনা হওয়ার আগে নিজ
বাড়িতে দোয়া মাহফিল ও আপ্যায়নের আয়োজন করা হয়।পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে
মোস্তফা মিয়া সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি সুস্থভাবে পবিত্র ওমরা সম্পন্ন
করে দেশে ফিরে আসতে পারেন।
হে আল্লাহ, আপনি আমাদের সকল
আমল কবুল করুন দোয়া মাহফিলে এভাবেই সকলের জন্য কল্যাণ কামনা করা হয়।