ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

স্ত্রীকে হত্যার পরে মৃতদেহর সঙ্গে ছবি তুলে হোয়াটসঅ্যাপে শেয়ার

পরকীয়া সম্পর্কের জেরে প্রথমে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন স্বামী। পরে মরদেহর সঙ্গে ছবি তুলে হোয়াটসঅ্যাপেও পোস্ট করেন সেই ছবি। ্দ্যা টাইমস অফ ইন্ডিয়া জানায়, রোববার ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোরে এ চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটে।স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত ওই স্বামীর নাম বালামুরুগান (৩২)। তিনি স্ত্রী শ্রীপ্রিয়া (২৮) ও তিন সন্তানকে নিয়ে তিরুনেলভেলির নিজ বাড়িতে থাকতেন। হত্যার পর পুলিশের কাছে ধরা দিতে ঘটনাস্থলেই অপেক্ষা করতে থাকেন বালামুরুগান। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, কয়েক মাস আগে স্ত্রীর পরকীয়ার জের ধরে ওই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে স্বামীর বাড়ি ছেড়ে কোয়েম্বাটোরে একটি কর্মজীবি নারী হোস্টেলে থাকতে শুরু করেন শ্রীপিয়া।ঘটনার দিন দুপুরে স্ত্রীর সঙ্গে দেখা করতে ওই হোস্টেলে যান বালামুরুগান। দেখা হওয়ার পরপর দুজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে বালামুরুগান জামার নিচে লুকানো কাস্তে বের করে শ্রীপ্রিয়াকে কোপাতে শুরু করেন।মৃত্যু নিশ্চিত হলে নিহত স্ত্রীর সঙ্গে ছবি তুলে হোয়াটসঅ্যাপে সেটি প্রকাশ করেন। ছবির পোস্টে লেখেন, ‘প্রতারণার শাস্তি মৃত্যু।’হত্যার পর পুলিশের কাছে ধরা দিতে ঘটনাস্থলেই অপেক্ষা করতে থাকেন বালামুরুগান। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।  এমএইছ/ধ্রুবকন্ঠ

স্ত্রীকে হত্যার পরে মৃতদেহর সঙ্গে ছবি তুলে হোয়াটসঅ্যাপে শেয়ার