রাজাপুরে মাদ্রাসা ছাত্রী গালায় দড়ি দিয়ে আত্মহত্যা

ইয়াছির আরাফাত ( ঝালকাঠি) জেলা প্রতিনিধি:
রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের মোল্লারহাট বাজারের পশ্চিম পাশে মোঃ হান্নান হাওলাদারের ১২ বছরের মেয়ে ফাতেমা আক্তার নামে এক মাদ্রাসার ছাত্রী রবিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
জানাযায় ফাতেমার মা সকালে বাজার করার জন্য রাজাপুর বাজারে চলে যান এ ফাকে ফাতেমা খাটের উপরে থাকা মাছ ধরার জালের দড়ি দিয়ে গলায় দড়ি আটকে ফাঁস দেয়, আমেনা নামে ফাতেমার খেলার সাথী সকালে ঘরে এসে দেখতে পায় গলায় দড়ি দিয়ে ঝুলে আছে এমত অবস্থায় পাশের বাসার মোঃ বাবুল হোসেনের স্ত্রীকে ডাক দিলে সে দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে পাশের এলাকা থেকে আনিস নামের এক ব্যক্তি এসে ফাতিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সে জীবিত থাকতে পারে ভেবে গলার দড়ি খুলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হেনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রহমাতুল্লাহ নেছারী জানান ফাতিমা মাদ্রাসা থেকে বৃহস্পতিবার রাত ৯:০০ টায় বাবার সাথে বাড়িতে যায়, সে মাদ্রাসার অনাবাসিক ছাত্রী ছিল। বাড়িতে যেয়ে এসে পড়াশোনা করত রাত্রে বাড়িতে থাকতো। বৃহস্পতিবার রাত্র থেকে আজ রবিবার পর্যন্ত মাদ্রাসায় সে অনুপস্থিত ছিল।