তথ্যপ্রযুক্তি

বিএসসিএল এবং স্টারলিংকের মধ্যে সাম্প্রতিক বৈঠকে স্টারলিংকের সেবা বাংলাদেশে চালুর বিষয়ে আলোচনা

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং স্টারলিংকের মধ্যে সাম্প্রতিক বৈঠকে স্টারলিংকের সেবা বাংলাদেশে চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে স্টারলিংকের গ্লোবাল লাইসেন্সিং এবং মার্কেট অ্যাক্টিভেশন বিভাগের পরিচালক মিজ রেবেকা স্লিক হান্টার উপস্থিত ছিলেন। বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান জানিয়েছেন, আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা কীভাবে চালু করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, বিএসসিএল এবং স্টারলিংক যৌথভাবে কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বিএসসিএলের পক্ষ থেকে স্যাটেলাইট ও স্যাটেলাইট ভিত্তিক সেবা পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ জনবল এবং গ্রাউন্ড স্টেশন সুবিধাসহ কোম্পানির বিভিন্ন সক্ষমতার কথা জানানো হয় এবং স্টারলিংকের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। মিজ রেবেকা স্লিক হান্টার স্টারলিংকের বিজনেস মডেল ও তারা কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে তা বর্ণনা করেন।

দুর্গম ও দুর্যোগপ্রবণ এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের জন্য স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে আশা প্রকাশ করা হয়। বৈঠকে স্টারলিংকের সেবা প্রদর্শনের সময় ৫০০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড গতি পাওয়া গেছে।

তবে, স্টারলিংকের সেবা বাংলাদেশে চালুর ক্ষেত্রে কিছু শর্ত বিবেচনা করা হচ্ছে। সরকারের আইনসম্মত প্রবেশাধিকারের (ল’ফুল ইন্টারসেপশন) নীতিমালা অনুযায়ী স্টারলিংককে নজরদারির সুযোগ দিতে হবে। এ বিষয়ে স্টারলিংককে স্পষ্টভাবে জানানো হয়েছে।

সার্বিকভাবে, স্টারলিংকের সেবা বাংলাদেশে চালুর বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে এবং পরীক্ষামূলক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button