কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে সাতুটিয়া এলাকায় টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শামেস উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান,
টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহগামী একটি অজ্ঞাত মালবাহী ট্রাক এলেঙ্গাগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাসেল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
পরে কালিহাতী থানা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করতে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।