চট্টগ্রাম

বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে হালিশহর থানার ইফতার মাহফিলে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত

চট্টগ্রাম, ৯ মার্চ ২০২৫

তাকওয়ার নীতিতে জীবনকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

শনিবার (৮ মার্চ) হালিশহর পিসি রোডে অবস্থিত জেপি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী সবুজের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য পতেঙ্গা আলিয়া (কামিল) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী বলেন, সর্বক্ষেত্রে তাকওয়াবান লোকেরা নেতৃত্ব দিলে আজ সমাজের চিত্রই পরিবর্তন হয়ে যেত। তাই তাকওয়ার নীতিতে জীবনকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ড. শাহাদাত হোসাইন, থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, থানার কর্মপরিষদ সদস্য মো. সাইফুদ্দিন, মাওলানা সুলায়মান, মাওলানা আহমদ শফি, মো. আলমগীরসহ অন্যান্য থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button