মুসলিমদের প্রযুক্তি নেই কেন?

সত্যিই মুসলিমদের প্রযুক্তি নেই৷ মুসলিমদের টাকা পয়সা, ধন সম্পদের কোনো অভাব নেই৷ মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ মিলে ইচ্ছা করলে প্রতিদিন দুই চারটা করে বিলিয়ন ডলারের টেক স্টার্টাপ লঞ্চ করতে পারে। সেই সক্ষমতা তাদের অবশ্যই আছে৷ কিন্তু কোনো এক অদ্ভুত কারণে টেক দুনিয়ার দিকে মুসলিম নেতা বা সরকারের কোনো ঝোঁক দেখা যায় না।
দুনিয়ার জায়ান্ট সব টেক কোম্পানিগুলোতে প্রচুর মুসলিম কাজ করে৷ এমন নয় যে মুসলমানরা টেক পড়াশোনা বা জানাশোনায় পিছিয়ে৷ যথেষ্ট মেধাবি এবং ডেডিকেটেড মুসলিম লোকজন এসব ফিল্ডে আছে, কিন্তু যথেষ্ট বিনিয়োগ, যথাযথ উদ্যোগ আর সঠিক দিকনির্দেশনার অভাবে মুসলিম দুনিয়া থেকে জায়ান্ট কোনো টেকনোলোজি উদ্ভাবন হচ্ছে না।
যেহেতু আমাদের কোনো টেকনোলোজি নাই, কোনো জায়ান্ট সোশ্যাল মিডিয়া নাই, ফলে ওদের উদ্ভাবিত টেকনোলোজির ওপরে আমাদেরকে সর্বোতভাবে নির্ভর করতে হয় এবং যেসকল বিষয় ওদের সরাসরি স্বার্থের প্রতিকূলে যায়, সেসকল বিষয়ে তারা আমাদের ওপর সেন্সরশিপ আরোপ করে দেয়। কী লিখতে পারব আর কী লিখতে পারব না। কী বলতে পারব আর কী বলতে পারব না এসব তারা ঠিক করে দেয়। তারাই যেহেতু মালিক, তাদের বেঁধে দেওয়া নীতি মানা ব্যতীত কোনো উপায় আমাদের সামনে অবশিষ্ট থাকে না।
কিন্তু, তবু তো বসে থাকা যায় না৷ দুনিয়ার নানান প্রান্তে, নানানজন সামষ্টিক বা ব্যক্তিগতভাবে চেষ্টা করে৷ কিছু করার, কিছু একটা দাঁড় করানোর।
আলহামদুলিল্লাহ, এই জায়গায় আমরাও একটা চেষ্টায় আছি। আমরা চেষ্টা করছি মুসলিমদের জন্য বিভিন্ন টেক সলিউশন তৈরি করতে যা একইসাথে যেমন মুসলমানদের সম্পদ হয়ে উঠবে, অন্যদিকে সেগুলো মুসলমানদের জন্য হবে নিরাপদ, হারাম থেকে সুরক্ষা এবং উপকারি।
আমরা আমাদের সেই উদ্যোগটার নাম দিয়েছি—Kahf
সুরা আল কাহাফে আমরা দেখি, যুবকদল যুগের ফিতনা থেকে বাঁচতে একটা গুহায় আশ্রয় নেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেখানে ঘুম পাড়িয়ে নিরাপত্তা দান করেন৷ আমাদের উদ্যোগটাকে আমরা কাহাফ তথা সেরকম একটা প্রটেক্টিভ গুহার মতো কল্পনা করছি যেখানে মুসলিমরা, তাদের সন্তান, পরিবার, পরিজনেরা নিরাপদ এবং স্বাধীন।
‘Kahf’ থেকে আমরা কী কী করছি?
কাহাফের আছে সুদূরপ্রসারী সব ভিশন এবং মিশন৷ সোশ্যাল মিডিয়া জগতের যতোগুলো স্পেইসে হারামের আনাগোনা আছে, এমনসব স্পেইসের হালাল সলিউশন নিয়ে কাহাফ লম্বা সময় ধরে কাজ করছে।
আমাদের কাজের অগ্রগতি কী, তাই তো?
এই মুহূর্তে Kahf এর তিনটা সলুশন এভেইলেবল আছে, আলহামদুলিল্লাহ।
- Kahf Guard
- Mahfil
- Kahf Kids
Kahf Guard হচ্ছে ব্রাউজার বেইজড সলুশন। আমরা যখন ব্রাউজারে কোনোকিছু সার্চ করি, তখন এড হিশেবে, পুশ নোটিফিকেশনের মতো অনেক হারাম সাইট, ছবি বা ভিডিও আমাদের সামনে শো করে৷ অধিকাংশ সময় সেগুলোতে ক্লিক করে আমরা সেসব হারামে প্রবেশ করে ফেলি৷ আমরা, আমাদের সন্তান, আমাদের পরিবারের জন্য এই জিনিসটা খুবই বেদনাদায়ক।
Kahf Guard এই জায়গায় একটা শেল্টারের কাজ করবে। আপনার ফোন বা পিসিতে যখন Kahf Guard ইন্সটল করা থাকবে, তখন কোনোকিছু সার্চ করতে গেলে এইসমস্ত হারাম সাইট, ছবি বা ভিডিওকে কাহাফ গার্ড আটকে দেবে। আপনি জেনে আনন্দিত হবেন—এক মিলিয়ন মানুষ বর্তমানে কাহাফ গার্ড ব্যবহার করছেন এবং প্রতিদিন ষাট লক্ষ এরকম হারাম সাইট মানুষের সামনে আসা থেকে কাহাফ গার্ড ব্লক করছে৷ আলহামদুলিল্লাহ।
.
Mahfil হলো ইউটিউবের অল্টারনেটিভ। ইউটিউবে গেলে শর্টস, আজেবাজে কতো ধরণের ভিডিও সাজেশানে চলে আসে, তাই না? আমরা যারা হারামমুক্ত একটা স্বচ্ছ ভিডিও প্ল্যাটফর্ম চাই, তাদের জন্যই তৈরি করা হয়েছে Mahfil. আলহামদুলিল্লাহ, ইতোমধ্যেই অনেক কন্টেন্ট মাহফিলে আছে এবং প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট যুক্ত হচ্ছে৷ আসন্ন রামাদানে ইউটিউবে সময় পার না করে, আপনার উক্ত সময়টা Mahfil এ দিতে পারেন। উপকারি এবং কল্যাণকর।
.
ইউটিউব ছোট বাচ্চাদের জন্য তৈরি করেছে Youtube Kids. যদিও মনে হয় বাচ্চা-ফ্রেণ্ডলি, কিন্তু আল্টিমেটলি আমাদের বাচ্চারা কী শিখছে? গান, কার্টুন, কল্পকথা, তাই তো?
আমাদের সন্তানদের জন্য Kahf থেকে আমরা তৈরি করেছি Kahf Kids. বাচ্চাকে যদি ডিভাইস দেওয়াই লাগে, ইউটিউব বা ইউটিউব কিডস ওপেন করে না দিয়ে, Kahf Kids দিতে পারেন। হারাম-মুক্ত, স্বচ্ছ, দ্বীনের শিক্ষণীয় বিষয়ের ওপর রয়েছে ভালো ভালো সব কন্টেন্ট৷ প্রতিদিনই সমৃদ্ধ হচ্ছে নতুন নতুন আপডেটস আর কন্টেন্টে।
শুধু এই তিনটে নয়, আমরা নিরলসভাবে কাজ করছি এক্সাইটিং আরো অনেকগুলো প্রজেক্টে, আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আমরা সেসব জানাব। ও হ্যাঁ, এসবের কোনোটাই শুধু বাংলাভাষীদের জন্যে নয়। আমরা গ্লোবাল অডিয়েন্স টার্গেট করেই এসব করছি। ইতোমধ্যেই দেশ বিদেশের প্রচুর স্বনামধন্য স্কলার, প্রমিনেন্ট মুসলিম ব্যক্তিবর্গের সাথে আমাদের আলাপ চলমান। গোটা উম্মাহর একটা সম্মিলিত অংশগ্রহণ এখানে আমরা নিশ্চিত করতে চাই।
আমরা, Kahf পরিবার প্রথমত আপনাদের দোয়া চাই। দ্বিতীয়ত, আমাদের এই সকল ইনিশিয়েটিভ ব্যবহারের জন্য উন্মুক্ত এবং ফ্রি। যেভাবে অন্য সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করছি, সেরকম। আমাদের আশা, আমাদের এই যাত্রায় আপনারা বুদ্ধি, পরামর্শ দিয়ে সাথে থাকবেন। ইসলামের একটা সৌন্দর্য হলো, কেউ যদি আমার কথায় একটা হারাম থেকে বাঁচে, এরজন্য তার আমলনামায় যতোটুকু সওয়াব লেখা হবে, ঠিক একই পরিমাণ সওয়াব আমার আমলনামাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন।
ভাবেন তো, আপনি কাউকে Kahf Guard এর কথা বললেন এবং সে যদি সেটা ব্যবহার করে, ব্রাউজ করতে গিয়ে আগে যেসকল হারাম সাইট বা ছবি বা ভিডিও তার সামনে চলে আসতো, সেসব যখন তার সামনে আসবে না, সে তো হারাম থেকে বেঁচে থাকার সওয়াব পাবেই৷ আপনার আমলনামাতেও সমপরিমাণ সওয়াব যুক্ত হয়ে যাবে। কী সুন্দর, তাই না?
.
Kahf Guard, Mahfil, Kahf Kids তিনটি অ্যাপই প্লে স্টোর আর অ্যাপ স্টোরে এভেইলেবল। সার্চ করলেই পাওয়া যাবে। প্রথম কমেন্টে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে।
ওয়ামা তাওফিক্বী ইল্লাবিল্লাহ।