চট্টগ্রাম

বাংলা নাটকের আলোচিত অভিনেত্রী তটিনী

বাংলা নাটকের আলোচিত অভিনেত্রী সে। তার রুপে, অভিনয়ে মুগ্ধ তরুন প্রজন্ম, পুরনোরাও তাকে বিশেষ পছন্দ করছেন। তার হাসিতে মুগ্ধ হয়ে সবাই ভালোবেসে ডাকেন সুহাসিনী। জনপ্রিয় নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান তাকে ঘিরেই সুহাসিনী নামে আস্ত একটা নাটক বানিয়ে ফেললেন। এই মুহুর্তে অপূর্ব থেকে ইয়াশ রোহান, সবার সঙ্গেই কাজ করছেন চুটিয়ে। নাম তার তটিনী।

তটিনী নামের অর্থ নদী৷ নদীর মতই বহমান সে। বাংলা নাটকে সে নির্মল স্রোতে বয়ে যেতে এসেছে। অথচ তার অভিনয়ে আসার কোন ইচ্ছাই একদম ছিল না। ছোটবেলায় ইচ্ছা ছিল হবেন একজন চিকিৎসক। ২০১৯ সাল ঢাকায় এসে এক বড় আপুর সঙ্গে নিতান্তই শখের বসে মডেলিং এর ফটোশুট করেন। সেইখান থেকে তাকেই নির্বাচন করা হয়। সেই থেকে শুরু, অনেকগুলো বিজ্ঞাপন করে ফেলেছেন ইতিমধ্যেই।

ওয়েব সিরিজে তাকদীরে ছোট্ট চরিত্রে দেখা গেলেও মুখ্য চরিত্র প্রথম অভিনয় চরকির ফিল্ম কল্পনায়। তবে এটা মুক্তি পাবার আগেই তটিনীতে মুগ্ধ হয়ে উঠেন হাজারো দর্শক। শুধু নাটকেই নয় তটিনী এখন ওটিটি, সিনেমাতেও অফার পাচ্ছেন। অভিনয়ের বাইরে রং তুলির ছোঁয়ায় চিত্রকর্ম আঁকতে পছন্দ করেন, গান টাও খুব গাইতে পারেন। মাঝেমধ্যেই ফেসবুকে নিজের খালি গলায় গানের ভিডিও ছাড়েন, যাতে শ্রোতারা পছন্দ করে বিভিন্ন মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button