ডবলমুরিং থানা জামায়াতের মাতৃভাষা দিবসের র্যালি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি নগরীর দেওয়ানহাট মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ মোড়ে শেষ হয়।
র্যালি পূর্ববর্তী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম। থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ডের আমীর আব্দুর রহিম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে হেফাজত করতে হবে। বাংলা ভাষার মর্যাদা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে।