জীবনধারা

রঙবেরঙের আলো, অবৈধ মাদক, অসংলগ্নভাবে নাচতে রেভ পার্টিতে দেখা যায় বহু হাইপ্রোফাইল ব্যক্তিদের

ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রেভ পার্টি খুব জনপ্রিয়। রেভ পার্টিতে অংশ নিতে গেলে মোটা অঙ্কের ফিও জমা করতে হয়। রেভ পার্টিগুলি সাধারণত খুব গোপনীয় ভাবে অনুষ্ঠিত হয়। কারণ বেশিরভাগ পার্টিতে অবৈধ ভাবে ঢালাও ব্যবহার করা হয়ে থাকে মাদকদ্রব্য। সাধারণত শহরের বাইরে বা গোপনে অনুষ্ঠিত হয় পার্টিগুলি। সাধারণত ইলেক্ট্রিক মিউজিকডাস্ট পার্টিকে বলা হয় রেভ পার্টি। এই ধরনের পার্টিতে সারারাত বাজতে থাকে EDM। অন্ধকার ঘর ও লেজার লাইটের আলোয় গোটা মহল জুড়ে তৈরি হয় এক মায়াবী পরিবেশ। লাইভ মিউজিক পারফর্মাররা ব্য়াক টু ব্যাক সঙ্গীত পরিবেশন করতে থাকেন। কখনও কখনও সারারাত DJ ইলেকট্রিক প্লে লিস্ট চালাতে থাকেন।

রেভ শব্দটি একটি জামাইকান শব্দ। এই শব্দের অর্থ নাচ ও মদ্য়পান পার্টি করা। সারারাত ধরে এই পার্টি। সাধারণত এই পার্টি বিশাল বড় জায়গা জুড়ে আয়োজন করা হয়। এই পার্টিগুলিতে কেবল হার্ডমেটাল সঙ্গীতই বাজানো হয়। এই সঙ্গীতের লিরিক্স প্রায় অস্তিত্বহীন। কারণ এই গানের বিট মাদক গ্রহণের পর বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করে। আর তারপর পার্টিগুলিতে আসা লোকদের কয়েক ঘণ্টা পর বাহ্য জ্ঞানশূন্য় অবস্থায় নাচতে থাকেন। অনেক সময় এই ধরনের পার্টিতে চলে অবাধ যৌনতা। এই ধরনের পার্টি বেআইনি নয়। তবে কোথায় এই পার্টির আয়োজন করা হচ্ছে বা পার্টিতে আসা মানুষদের উপর নির্ভর করছে এই আইনি নাকি বেআইনি। নাবালকদের মদ্যপান বমাদকের ব্যবহার সহ অন্য কোনও অপরাধ সংগঠিত হলে তা অবশ্য়ই বেআইনি বলেই বিবেচিত হয়বে। তবে সারা রাত পার্টি করা বেআইনি নয়।

তবে এই ধরনের পার্টিতে অনেক সময় দেখা যায় টিনেজারদের বা কিশোর-কিশোরীদের। তাদেরকে টার্গেট করে এই ধরনের পার্টিতে মাদকপাচারকারীরা অনেক সময় যোগাযোগের চেষ্টা করে। গোয়েন্দা সংস্থার অনুমান, অনেক সময় এই ধরনের পার্টিতে ব্যবহার করা হয় নিষিদ্ধ মাদক দ্রব্য। সঙ্গে চলে মোটা অঙ্কের টাকার খেলা। ভারতে রেভ পার্টিগুলিতে লোকেরা আবেগের বশে প্রায়শই অনেক কিছু চেষ্টা করতে পারে। যার কারণে ড্রাগ ওভারডোজের ঝুঁকি তো রয়েইছে। রেভ পার্টিতে মৃ্ত্যুর খবরও মিলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button