‘সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায়’

চলমান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়-এর নেতৃত্বে ও তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন জোবিঅ-সাভারের আওতাধীন মাদবরবাড়ি, টংগাবাড়ি, জিরাবো এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার ব্যাপী সংযোগ উচ্ছেদ করা হয় এবং প্রায় ৭৫০টি আবাসিক বার্নার বিচ্ছিন্ন করা হয়। এসময় ১৪৫০ মিটার পাইপ অপসারণ করা হয়।
অভিযানে ০১ টি শিল্প প্রতিষ্ঠান, ০৪ টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ০১টি আবাসিক সহ মোট ৬টি পৃথক মামলায় সর্বমোট ৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
অভিযানে এ এস টেক্স নামীয় ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রায় ৪০০ ফুট সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
খাজানা হোটেল নামীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এর অবৈধ সংযোগের সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আম্মাজান হোটেল নামীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এর অবৈধ গ্যাস সংযোগের সার্ভিস লাইন সোর্স পয়েন্ট হতে অপসারণপূর্বক কিল করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
আল্লাহ ভরসা হোটেল নামীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এর অবৈধ সংযোগের সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মা বাবার দোয়া হোটেল নামীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এর অবৈধ গ্যাস সংযোগের সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় স্থায়ী বিচ্ছিন্নকৃত মিটারবিহীন আবাসিক গ্রাহক কর্তৃক অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় গ্যাস সংযোগের সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত মিটারবিহীন আবাসিক গ্রাহককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।