অপারেশন ডেভিল হান্ট: সারা দেশেগ্রেপ্তার ১ হাজার ৩০৮

গতকাল শনিবার থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় রোববার দুপুর পর্যন্ত সারাদেশে মোট ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক বেনারকে বলেন, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
“এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারাদেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে ১ হাজার ৩৪ জনকে,” জানান ইনামুল হক।
গাজীপুরে গত ৭ ফেব্রুয়ারি ছাত্র-জনতার ওপর সন্ত্রাসীরা হামলা করে। অভিযোগ রয়েছে, তারা আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।
এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।
ছবি: চার দফা দাবিতে লংমার্চ নিয়ে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ৯ ফেব্রুয়ারি ২০২৫। [মেহেদী রানা/বেনারনিউজ]