চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের মিলন মেলা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের অংশ গ্রহণে মিলন মেলা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠান গত ০৮/০২/২০২৫ তারিখ আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কে অনুষ্ঠিত হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা এবং ফ্যামিলি নাইট উদযাপন কমিটির মেম্বার সেক্রেটারী ও কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, কার্যনির্বাহী কমিটির ডোনার মেম্বার জনাব মো. হারুন ইউসুফ, সদস্য জনাব তারিকুল ইসলাম তানভীর, প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিন, জনাব মোঃ সাইফুল আলম, ডাঃ মোঃ বেলায়েত হোসেন ঢালী, জনাব মোহাম্মদ আবুল হাশেম, মেডিকেল কলেজের এডভাইজার প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও নার্সিং ইনষ্টিটিউটের বিপুল সংখ্যক ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রীও তাদের পরিবারবর্গ অংশ গ্রহণ করেন। এই উপলক্ষ্যে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও নার্সিং ইনষ্টিটিউটের কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তানদের অংশ গ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে আকর্ষণীয় র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। র্যাফেল ড্রতে মোটর সাইকেল, এলইডি টেলিভিশন, ল্যাপটপ, ফ্রিজসহ ১০১ টি পুরষ্কার প্রদান করা হয়। এরপর বাংলাদেশ টেলিভিশন বেতারের শিল্পিদের অংশ গ্রহণে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনমেলায় সাত হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। সব মিলিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের জন্য দিনটি ছিল খুবই আনন্দের। কর্মব্যস্ততার মাঝে পরিবার পরিজন নিয়ে সবার কাছে দিনটি খুবই উপভোগ্য হয়ে উঠে।