শিক্ষা

চট্টগ্রামে কোতোয়ালী থানা জামায়াতের শিক্ষা বৈঠক

ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় তৃণমূল নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে।অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। সকলকে সতর্ক থাকতে হবে। আগামী সংসদে ইসলাম প্রিয়দের নেতৃত্ব দেখতে চাই দেশের আপামর জনতা। দেশের অলিগলিতে ইসলমী হুকুমত প্রতিষ্টার দাবিতে এখন গণজাগরণ সৃষ্টি হয়েছে। দেশের মানুষ চাই ন্যায় ও ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র। দেশের জনগণের সাথে জামায়াতে ইসলামীও ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃণমূল নেতৃবৃন্দকে মাঠে-ময়দানে ভূমিকা রাখতে হবে।

শনিবার সন্ধ্যায় দেওয়ান বাজারস্থ বিআইএ ভবনে নগর জামায়াতের মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোছাইনের সভাপতিত্বে শিক্ষা বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার বলেন, আল্লাহ তায়ালা মুমিনের জীবনকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। পৃথিবীতে মুমিনের কাজ আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো। দুনিয়াতে আল্লাহর একত্ববাদ ঘোষণা করে যাওয়া।

তিনি বলেন, তাহলে আল্লাহ তায়ালা এর বিনিময়ে পুরস্কার হিসেবে সর্বপ্রথম মুমিনদের সকাল গোনাহ ক্ষমা করে দেবেন এবং মুমিনদের জান্নাতে প্রবেশ করাবেন।

কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় শিক্ষা বৈঠকে বক্তব্য রাখেন থানা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল জাহের ও আহমদ রশীদ, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ ফেরদাউস, সাইয়্যেদ মোহাম্মদ আলী, মাওলানা আজগর হাসান, এডভোকেট আনোয়ার সা’দত, একরামুল হক, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড আমীর কামাল উদ্দিন, পাথরঘাটা ওয়ার্ড আমীর মাস্টার নুরুল আমীন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button