খেলাধুলা

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫”। এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথন হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রায় ১০,০০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন। এছাড়াও, বর্ণিত ম্যারাথনে ১০টি দেশ হতে বেশ কয়েকজন বিদেশী ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন।

ম্যারাথনের মূল প্রতিপাদ্য “Run for unity, Run for humanity”, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্রের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে: ম্যারাথন (৪২.২ কিঃমিঃ), হাফ ম্যারাথন (২১.১ কিঃমিঃ), ১০ কিঃমিঃ সাধারণ, ১০ কিঃমিঃ প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কিমি ভেটেরান ক্যাটাগরি।

এই বিশাল আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা, এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।

উল্লেখ্য যে, ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’ উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা ৭ টা হতে ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে। উক্ত সময়ে এই মহাসড়কে গমনাগমনের জন্য সকল যানবাহন’কে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

বিশেষ দ্রষ্টব্য: ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ফেসবুক পেজ লিংক-

https://www.facebook.com/share/1KfEemXe76
https://www.facebook.com/share/v/1BgdNgKZ1m

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button