রাষ্ট্রের বিরোধী ষড়যন্ত্রের অভিযোগেঅভিনেত্রী শাওন আটক: ডিবি

জামালপুরে গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের কয়েক ঘন্টার মধ্যেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বেনারকে বলেন, “তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ আইনি ব্যবস্থা নেয়া হবে।”
ডিবি প্রধান বলেন, “রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “পরে বিস্তারিত জানানো হবে।”
এর আগে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এক খুদে বার্তায় জানান, মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
মেহের আফরোজ শাওন বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হূমায়ুন আহমেদের স্ত্রী।
সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এমন পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তারের ঘটনা ঘটলো।
এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাঁর পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং জামালপুরের বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় ছাত্র-জনতা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে তাঁর ফেসবুক স্ট্যাটাসে বিক্ষুব্ধ হয়ে হামলা চালায় ও বাড়িতে আগুন দেয়।
শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
তাঁর স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।