তৃতীয় দিনের মতো ৩২ নম্বরবাড়ি ভাঙার কাজ

তৃতীয় দিনের মতো রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে।
শুক্রবার সকালে কোনো ভারী যন্ত্র না দেখলেও কিছু মানুষকে হাতুড়ি দিয়ে বাড়িটির এখনো টিকে থাকা করতে দেখা যায়। কিছু মানুষ ব্যস্ত করাত দিয়ে রড কাটতে। কাটার পর সেই রড নিয়ে যাচ্ছেন আরো কিছু মানুষ। এমনকি বাড়িটির ইট নিয়ে যায় কাউকে।
শুক্রবার সকাল পর্যন্ত বাড়ির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া বাড়িটি ঘিরে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। কেউ কেউ ছবি তুলছেন।
বিক্ষুব্ধ জনতার কেউ কেউ আশেপাশে পড়ে থাকা বইপত্র, ছবিতে আগুন দিচ্ছিল।

সকাল থেকে বাড়িটির আশপাশে সংবাদকর্মীদের ভিড়ও রয়েছে। এর আগে, গত বুধবার রাত ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকাভেটর, ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এরপর এসব ভারি যন্ত্র দিয়ে ভাঙার কাজ বন্ধ হয়। তবে দিনভর ওই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়। যে যেভাবে পারছে সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে।