লিবিয়া উপকূলে ২০ লাশ, সবাই বাংলাদেশিহওয়ার শঙ্কা রেড ক্রিসেন্ট সোসাইটির

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে যে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের সবাই বাংলাদেশি বলে ধারণা করেছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে কোনো সূত্রে নিহতদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১ ফেব্রুয়ারি) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাতে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই আশঙ্কার কথা জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানায়, ইতিমধ্যে ২০টি মরদেহ ইতিমধ্যে সমাহিত করা হয়েছে। মরদেহগুলো পচে যাওয়ার অবস্থায় ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “কোনো সূত্রে নিহতদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, সবাই বাংলাদেশি। নিহত অভিবাসীদের সঙ্গে কোনো কাগজপত্র পাওয়া যায়নি।”
বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল লিবিয়ারপূর্বাঞ্চলীয় সরকারের অধীনে, যার রাজধানী বেনগাজিতে। বাংলাদেশ দূতাবাস এখনও ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি পায়নি।
লিবিয়ায় বাংলাদেশে দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, “ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে গত দুই দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে।”
দূতাবাস জানায়, “স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে এসেছে। উদ্ধার মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কা বিভিন্ন সূত্রে জানা গেলেও এই বিষয়ে দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি।”
তবে নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে একটি টিম ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয়।
বেনার প্রতিবেদন/ জেসমিন পাপড়ি
…………
ছবি: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে উদ্ধার ২০ জনের লাশ দাফনের খবরের সঙ্গে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এই ছবিটি যুক্ত করেছে।