‘কেমন ডাকসু চাই’ শীর্ষক ‘অংশীজনের ভাবনা’ অনুষ্ঠিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘কেমন ডাকসু চাই’ শীর্ষক ‘অংশীজনের ভাবনা’ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক অর্ণি আনজুম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, দর্শন বিভাগের শিক্ষার্থী রুকো আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সর্ব মিত্র চাকমা। আলোচনার শুরুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক আকাশ আলী। উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক।
আলোচকদের আলোচনায় সুষ্ঠু ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিতের লক্ষ্যে ডাকসুর গঠনতন্ত্রের সংস্কার সাপেক্ষে দ্রুত ডাকসু নির্বাচন নিশ্চিত করা, ডাকসু ও হল সংসদের সভাপতির ক্ষমতা কমানো, ডাকসুর সম্পাদকীয় পদগুলোকে আরও যুগোপযোগী করে তোলা, ভোট কেন্দ্র আবাসিক হল থেকে সরিয়ে একাডেমিক বিল্ডিংয়ের করা এবং ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষার আলোচনা এসেছে।