থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি
গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন। তিনি এই থানারই সাবেক ওসি ছিলেনবৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানা যায়।ওসির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তাকে ধরতে একাধিক টিম কাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হন ওসি শাহ আলম। এরপর গতকাল বুধবার তাকে ঢাকায় আনা হয়। এরপর শাহ আলমকে রাখা হয় রাজধানীর উত্তরা পূর্ব থানার বর্তমান ওসির কক্ষে। কিন্তু সেখান থেকেই সকালে পালিয়ে গেছেন তিনি।
জানা গেছে, ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যার মামলায় তাকে আসামি করা হয়।