চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল ওএসডি
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার অধিশাখা-২-এর ০৫.০০.০০০০.১৩১.০০.১৬১.১৮-৩৮ নং স্মারকে এই আদেশ জারি করা হয়।
সন্দ্বীপের সাধারণ মানুষের অভিযোগ, শাব্বির ইকবাল দীর্ঘদিন ধরে নৌঘাট ব্যবস্থাপনায় ইজারাদারদের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করছিলেন। এতে সাধারণ যাত্রীদের স্বাভাবিক যাতায়াতে ব্যাপক অসুবিধা সৃষ্টি হয়। তার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিল। অবশেষে সরকারের এই সিদ্ধান্তে সন্দ্বীপের জনগণ স্বস্তি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শাব্বির ইকবাল বর্তমানে চট্টগ্রাম জেলা পরিষদে কর্মরত ছিলেন। তাকে জন প্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপ থেকে বোঝা যায়, প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দফতরগুলোকে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে।